









স্থায়ী ক্যাম্পাসের দাবিতে শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

- আপডেট সময় ০৩:০৪ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫
- / ৫৫ বার পড়া হয়েছে
স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের (রবীবা) শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আজ সোমবার (২৭ জানুয়ারি) অষ্টম দিনের মতো শিক্ষার্থীরা সিরাজগঞ্জের শাহজাদপুরের বিসিক বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করেছেন। ‘REBEL FOR CAMPUS’ কর্মসূচির আওতায় সকাল সাড়ে ১১টা থেকে এই অবরোধ শুরু হয়।
শিক্ষার্থীদের দাবি, দীর্ঘ ৮ বছর ধরে ক্যাম্পাস নির্মাণের প্রতিশ্রুতি দেওয়া হলেও তা বাস্তবায়ন হয়নি। এতে তাদের শিক্ষা কার্যক্রম চরমভাবে ব্যাহত হচ্ছে। রবীবা’র সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী রায়হান উদ্দিন বলেন, “আমরা ক্লাস ও পরীক্ষা করতে নানা সমস্যার মুখোমুখি হচ্ছি। এই পরিস্থিতি আর চলতে পারে না। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।”
শিক্ষার্থীদের এই আন্দোলনে স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরাও সংহতি প্রকাশ করেছেন।
মহাসড়ক অবরোধের ফলে ঢাকা, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া ও রংপুরসহ উত্তরাঞ্চলের সঙ্গে যান চলাচল বন্ধ রয়েছে। বিসিক বাসস্ট্যান্ড এলাকার দুই পাশে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুর রউফ বলেন, “শিক্ষার্থীদের আন্দোলনের কারণে যান চলাচল বন্ধ রয়েছে। আমরা পরিস্থিতি শান্ত রাখতে কাজ করছি।”
এ বিষয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এস.এম. হাসান তালুকদার বলেন, “শিক্ষার্থীদের দাবি আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছি। আমাদের প্রাথমিক বাজেট ৯ হাজার ২০০ কোটি টাকা থাকলেও তা কমিয়ে ৬০০ কোটি টাকায় আনা হয়েছে। আমরা পরিকল্পনা কমিশন ও একনেক অনুমোদনের অপেক্ষায় আছি।”
শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, তাদের ন্যায্য দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকবে।
প্রিন্ট