, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নওগাঁয় ভুয়া পুলিশ চক্রের ৪জন গ্রেপ্তার Logo জামায়াতের আমিরের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ Logo নওগাঁয় ব্যতিক্রমীভাবে মাছের পোনা অবমুক্তকরণ ও মৎস্যজীবী সমাবেশ নৌকাবাইচ ও হাঁস খেলা Logo আসন্ন শারদীয় দুর্গাপূজা: নওগাঁয় প্রস্তুতিমূলক সভা অনুষ্টিত জেলায় এ বছর ৮৮১টি মন্ডপে শারদ উৎসব পালিত হবে Logo নওগাঁয় সরকারি কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন Logo এ বিজয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর Logo জাবিতে দলীয় লেজুড়বৃত্তির রাজনৈতিক চর্চা বন্ধ করব Logo জাবিতে দলীয় লেজুড়বৃত্তির রাজনৈতিক চর্চা বন্ধ করব Logo এ বিজয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর Logo জাবিতে দলীয় লেজুড়বৃত্তির রাজনৈতিক চর্চা বন্ধ করব
নোটিশ :
সংবাদের বিষয়ে কিছু জানাতে ইমেইল করুন [email protected] ঠিকানায়

স্থায়ী ক্যাম্পাসের দাবিতে শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

নিউজ ডেস্ক
  • আপডেট সময় ০৩:০৪ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫
  • / ২২৯ বার পড়া হয়েছে

স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের (রবীবা) শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আজ সোমবার (২৭ জানুয়ারি) অষ্টম দিনের মতো শিক্ষার্থীরা সিরাজগঞ্জের শাহজাদপুরের বিসিক বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করেছেন। ‘REBEL FOR CAMPUS’ কর্মসূচির আওতায় সকাল সাড়ে ১১টা থেকে এই অবরোধ শুরু হয়।

শিক্ষার্থীদের দাবি, দীর্ঘ ৮ বছর ধরে ক্যাম্পাস নির্মাণের প্রতিশ্রুতি দেওয়া হলেও তা বাস্তবায়ন হয়নি। এতে তাদের শিক্ষা কার্যক্রম চরমভাবে ব্যাহত হচ্ছে। রবীবা’র সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী রায়হান উদ্দিন বলেন, “আমরা ক্লাস ও পরীক্ষা করতে নানা সমস্যার মুখোমুখি হচ্ছি। এই পরিস্থিতি আর চলতে পারে না। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।”

শিক্ষার্থীদের এই আন্দোলনে স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরাও সংহতি প্রকাশ করেছেন।

মহাসড়ক অবরোধের ফলে ঢাকা, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া ও রংপুরসহ উত্তরাঞ্চলের সঙ্গে যান চলাচল বন্ধ রয়েছে। বিসিক বাসস্ট্যান্ড এলাকার দুই পাশে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুর রউফ বলেন, “শিক্ষার্থীদের আন্দোলনের কারণে যান চলাচল বন্ধ রয়েছে। আমরা পরিস্থিতি শান্ত রাখতে কাজ করছি।”

এ বিষয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এস.এম. হাসান তালুকদার বলেন, “শিক্ষার্থীদের দাবি আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছি। আমাদের প্রাথমিক বাজেট ৯ হাজার ২০০ কোটি টাকা থাকলেও তা কমিয়ে ৬০০ কোটি টাকায় আনা হয়েছে। আমরা পরিকল্পনা কমিশন ও একনেক অনুমোদনের অপেক্ষায় আছি।”

শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, তাদের ন্যায্য দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

স্থায়ী ক্যাম্পাসের দাবিতে শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

আপডেট সময় ০৩:০৪ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫

স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের (রবীবা) শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আজ সোমবার (২৭ জানুয়ারি) অষ্টম দিনের মতো শিক্ষার্থীরা সিরাজগঞ্জের শাহজাদপুরের বিসিক বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করেছেন। ‘REBEL FOR CAMPUS’ কর্মসূচির আওতায় সকাল সাড়ে ১১টা থেকে এই অবরোধ শুরু হয়।

শিক্ষার্থীদের দাবি, দীর্ঘ ৮ বছর ধরে ক্যাম্পাস নির্মাণের প্রতিশ্রুতি দেওয়া হলেও তা বাস্তবায়ন হয়নি। এতে তাদের শিক্ষা কার্যক্রম চরমভাবে ব্যাহত হচ্ছে। রবীবা’র সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী রায়হান উদ্দিন বলেন, “আমরা ক্লাস ও পরীক্ষা করতে নানা সমস্যার মুখোমুখি হচ্ছি। এই পরিস্থিতি আর চলতে পারে না। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।”

শিক্ষার্থীদের এই আন্দোলনে স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরাও সংহতি প্রকাশ করেছেন।

মহাসড়ক অবরোধের ফলে ঢাকা, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া ও রংপুরসহ উত্তরাঞ্চলের সঙ্গে যান চলাচল বন্ধ রয়েছে। বিসিক বাসস্ট্যান্ড এলাকার দুই পাশে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুর রউফ বলেন, “শিক্ষার্থীদের আন্দোলনের কারণে যান চলাচল বন্ধ রয়েছে। আমরা পরিস্থিতি শান্ত রাখতে কাজ করছি।”

এ বিষয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এস.এম. হাসান তালুকদার বলেন, “শিক্ষার্থীদের দাবি আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছি। আমাদের প্রাথমিক বাজেট ৯ হাজার ২০০ কোটি টাকা থাকলেও তা কমিয়ে ৬০০ কোটি টাকায় আনা হয়েছে। আমরা পরিকল্পনা কমিশন ও একনেক অনুমোদনের অপেক্ষায় আছি।”

শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, তাদের ন্যায্য দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকবে।


প্রিন্ট