









মধ্যরাত থেকে ট্রেন চলাচল বন্ধের ঘোষণা

- আপডেট সময় ১০:৫১ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫
- / ৩২ বার পড়া হয়েছে
রেলওয়ের রানিং স্টাফদের আন্দোলন ঘিরে মধ্যরাত থেকে দেশের ট্রেন চলাচলে বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে। রানিং অ্যালাউন্স এবং পেনশন সুবিধা নিয়ে দীর্ঘদিনের সমস্যার সমাধান না হওয়ায় রানিং স্টাফরা ২৮ জানুয়ারি মধ্যরাত থেকে ট্রেন না চালানোর ঘোষণা দিয়েছেন।
সোমবার (২৭ জানুয়ারি) রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়। এতে বলা হয়, নতুন শর্তে রানিং স্টাফদের বেতনের অংশ হিসেবে ৭৫ শতাংশ রানিং অ্যালাউন্স গণ্য করার বিধান পরিবর্তন করা হয়েছে। এছাড়া নিয়োগপত্রে বৈষম্যমূলক শর্ত আরোপ করে রেলওয়ে কর্মীদের অধিকার লঙ্ঘন করা হচ্ছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, “যতক্ষণ পর্যন্ত রেলওয়ে এস্টাবলিশমেন্ট কোড অনুযায়ী রানিং স্টাফদের অধিকার নিশ্চিত করা না হবে, ততক্ষণ তারা কর্মবিরতিতে থাকতে বাধ্য হবেন।”
এদিকে রেলপথ মন্ত্রণালয় আন্দোলন প্রত্যাহারের আহ্বান জানিয়ে একটি গণবিজ্ঞপ্তি জারি করেছে। এতে বলা হয়েছে, রানিং স্টাফদের দাবিগুলো পূরণে মন্ত্রণালয় আন্তরিক। রানিং অ্যালাউন্স ৭৫ শতাংশ থেকে ১০০ শতাংশে উন্নীত করা হয়েছে এবং মাইলেজ এলাউন্সের শর্ত শিথিল করা হয়েছে। তবে রানিং স্টাফরা তাদের দাবি আদায়ে অনড়। এ অবস্থায় ট্রেন চলাচল স্বাভাবিক রাখতে দ্রুত সমঝোতার জন্য উভয় পক্ষের মধ্যে আলোচনা জরুরি হয়ে পড়েছে।
প্রিন্ট