









এস আলম পরিবারের ৩৬৮ কোটি টাকার সম্পদ জব্দের কঠোর নির্দেশ দিয়েছে আদালত

- আপডেট সময় ০৫:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫
- / ৫০ বার পড়া হয়েছে
ঢাকা, ৩০ জানুয়ারি: দেশের অন্যতম বড় শিল্পগ্রুপ এস আলমের কর্ণধার সাইফুল আলম এবং তার পরিবারের বিরুদ্ধে ৩৬৮ কোটি টাকার সম্পদ জব্দ করার নির্দেশ দিয়েছে আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এই নির্দেশ দেন।
আদালত জানিয়েছে, সাইফুল আলমের নামে চট্টগ্রামের বিভিন্ন জায়গায় ৩৬৮ কোটি টাকার জমি ও স্থাপনা রয়েছে, যা জব্দ করা হবে। এসব জমি দেশের নানা স্থানে ছড়িয়ে রয়েছে, বিশেষ করে চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, ঢাকা, ও অন্যান্য এলাকায়। দুদক জানিয়েছে, সাইফুল আলম ও তার পরিবারের বিরুদ্ধে সিঙ্গাপুর, সাইপ্রাসসহ বিভিন্ন দেশে এক বিলিয়ন ডলার পাচারের অভিযোগ রয়েছে। বর্তমানে এই সম্পদগুলি অন্যত্র স্থানান্তরিত হওয়ার আশঙ্কায় তা জব্দের প্রয়োজনীয়তা অনুভব করা হচ্ছে।
এর আগেও দেশের অন্যান্য বড় ব্যবসায়ীদের বিরুদ্ধে দুদকের জব্দ অভিযান সফলভাবে চালানো হয়েছে, যেমন সালমান এফ রহমানের প্রতিষ্ঠানগুলোর শেয়ার ও সম্পত্তি। এস আলমের বিরুদ্ধে এই অভিযানে নতুন মাত্রা যোগ হতে পারে, যা দেশের ব্যবসায়িক আঙিনায় আলোড়ন সৃষ্টি করেছে।
প্রিন্ট