খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে সুখবর দিলেন তথ্য উপদেষ্টা
ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ইউপি সদস্যের গলাকাটা মরদেহ উদ্ধার
শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা অন্তত ১৯৩
ইসরায়েলি প্রেসিডেন্টের কাছে ক্ষমা চাইলেন নেতানিয়াহু
হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে গেলেন তামিম ইকবাল
নোয়াখালীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া
মসজিদে বিয়ে ও সমালোচনা নিয়ে মুখ খুললেন শবনম ফারিয়া
দেশে বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম
ইসরায়েলি হামলার গাজায় নিহত ৭০ হাজারের বেশি
খাদ্য অধিদপ্তরের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস
আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে পাটগ্রাম সীমান্তে বিএসএফের বৈদ্যুতিক পিলার স্থাপন
- আপডেট সময় ০২:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫
- / ১৭৭ বার পড়া হয়েছে
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ধবলসুতি সীমান্তে আন্তর্জাতিক সীমান্ত আইন উপেক্ষা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গোপনে বৈদ্যুতিক পিলার (খুঁটি) স্থাপন করেছে। বিষয়টি জানাজানি হলে সীমান্ত এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিজিবির বাধা উপেক্ষা করেই বিএসএফ রাতের আঁধারে শূন্যরেখার কাছে এ স্থাপনা তৈরি করে বলে অভিযোগ উঠেছে।
শুক্রবার (৩১ জানুয়ারি) বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) রংপুর-৬১ ব্যাটালিয়নের ধবলসুতি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার বিকেলে ধবলসুতি সীমান্তের চাষযোগ্য জমিতে কাজ করতে গিয়ে স্থানীয় কৃষকরা বিএসএফের বৈদ্যুতিক পিলার ও যন্ত্রপাতি স্থাপনের বিষয়টি দেখতে পান। তারা দ্রুত বিজিবিকে বিষয়টি জানান। খবর পেয়ে ৬১ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লোহার তৈরি বৈদ্যুতিক খুঁটি দেখতে পান।
বিজিবি ও স্থানীয়রা জানান, বিএসএফ-৯৮ ব্যাটালিয়নের ফুলকাডাবরী ক্যাম্পের সদস্যরা ভারতীয় নির্মাণশ্রমিকদের নিয়ে সীমান্তের শূন্যরেখার মাত্র ৫০ গজ অভ্যন্তরে বৈদ্যুতিক পিলার স্থাপন করে। বিজিবি তাৎক্ষণিকভাবে এর প্রতিবাদ জানালেও বিএসএফ কোনো প্রতিক্রিয়া দেখায়নি।
বিজিবির ধবলসুতি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার হাফিজুর রহমান বলেন, “বিএসএফ আন্তর্জাতিক নিয়ম লঙ্ঘন করে বৈদ্যুতিক পিলার স্থাপন করেছে। আমরা তাদের বাধা দিলেও তারা তা উপেক্ষা করে চলে যায়। পরে আমরা আলোচনা করতে চাইলে তারা কোনো সাড়া দেয়নি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং আজই পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে।” বিশেষজ্ঞদের মতে, শূন্যরেখায় এ ধরনের স্থাপনা দুই দেশের মধ্যে সীমান্ত উত্তেজনা বাড়িয়ে তুলতে পারে। বিজিবি দ্রুত সমাধানে উদ্যোগ নিয়েছে এবং কড়া বার্তা দিয়েছে, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা পুনরাবৃত্তি না ঘটে।
প্রিন্ট















