সংবাদ শিরোনাম :










নোটিশ :
সংবাদের বিষয়ে কিছু জানাতে ইমেইল করুন [email protected] ঠিকানায়
ভিয়েতনাম থেকে বাংলাদেশে পৌঁছাল ২৯ হাজার টন চালের চালান

নিউজ ডেস্ক
- আপডেট সময় ০৮:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫
- / ১২ বার পড়া হয়েছে
ভিয়েতনাম থেকে ২৯ হাজার টন চাল চট্টগ্রাম বন্দরে এসেছে। এমভি ওবিই জাহাজটি শনিবার (২২ মার্চ) সেখানে পৌঁছেছে, যা খাদ্য মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছে। বিনিময়ে উল্লেখ করা হয়েছে, ৩১ জানুয়ারি জি টু জি (সরকারের সঙ্গে সরকার) ভিত্তিতে এই চাল কেনা হয়। এটি ভিয়েতনাম থেকে আসা তৃতীয় চালান। মোট এক লাখ টন চাল আমদানির জন্য ভিয়েতনামের সঙ্গে জি টু জি চুক্তি সম্পাদিত হয়েছে, যার মধ্যে ইতোমধ্যে ৩০ হাজার ৩০০ টন চাল দুটি চালানে দেশে পৌঁছেছে। খবর অনুযায়ী, চালের নমুনা পরীক্ষা সম্পন্ন হলে খালাসের প্রক্রিয়াও শুরু হয়ে গেছে।
প্রিন্ট