









মোবাইল ফোনে কথোপকথনের জন্য করের হার হ্রাসের প্রস্তাব উত্থাপন

- আপডেট সময় ০৬:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫
- / ৮ বার পড়া হয়েছে
মোবাইল অপারেটর কোম্পানিগুলো দেশে ২০ শতাংশ সম্পূরক শুল্ক ও ১ শতাংশ সারচার্জ কমানোর সুপারিশ করেছে। একই সাথে সিম সরবরাহের উপর থেকে মূল্য সংযোজন কর তুলে নেয়া নিয়ে প্রস্তাবও দেয়া হয়েছে। এই অপারেটরগুলো জানাচ্ছে, সাধারণত অপ্রয়োজনীয় বা বিলাসবহুল পণ্য ও সেবাতে এ ধরনের কর আরোপ করা হয় এবং তাদের সেবা তেমন কিছু নয়। এ বিষয়ে বুধবার (১৯ মার্চ) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সঙ্গে বাজেট নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয় রাজধানীর আগারগাঁওয়ে। মোবাইল টেলিকম অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (অ্যামটব) পক্ষ থেকে মিডিয়ায় পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। জানুয়ারি মাসের ৯ তারিখে মোবাইল ফোনের সিম বা রিম কার্ড ব্যবহার করে টেলিফোন সেবার ক্ষেত্রে সম্পূরক শুল্ক ২০ শতাংশ থেকে বেড়ে ২৩ শতাংশ করা হয়েছিল, কিন্তু ৯ দিনের মধ্যে তা আবার পূর্ববর্তী অবস্থানে ফিরিয়ে নেয়া হয়। এখন এই খাতের সংশ্লিষ্টরা এই কর প্রত্যাহার করতে চান। অ্যামটবের মহাসচিব মোহাম্মদ জুলফিকার জানিয়েছেন, বৈশ্বিকভাবে মোবাইল ফোন অপারেটরেরা সবচেয়ে বেশি কর প্রদান করে, তবে সরকার প্রায় প্রতি বছরই এই খাতে কর বৃদ্ধি করছে, যার প্রভাব গ্রাহকদের ওপর পড়ছে। গত বছরের মাঝামাঝি থেকে এই কর বৃদ্ধির কারণে দেশে মোবাইল ও ইন্টারনেট গ্রাহকদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে।
প্রিন্ট