









খালেদা জিয়াকে সুস্থতার দোয়া ও ইফতারের আয়োজন করলো বিএনপি

- আপডেট সময় ১০:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫
- / ২৮ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় একটি দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানের আয়োজন করা হয় মঙ্গলবার (২৫ মার্চ) সন্ধ্যায় আখাউড়া শহীদ স্মৃতি সরকারি কলেজ মাঠে, Chairperson এর উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য মুশফিকুর রহমানের পক্ষ থেকে। প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আখাউড়া উপজেলা বিএনপির সাবেক জ্যেষ্ঠ সহ-সভাপতি খন্দকার বিল্লাল হোসেন এবং সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল মনসুর মিশন। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য প্রকৌশলী মো. নাজমুল হুদা খন্দকার, ব্রাহ্মণবাড়িয়া পৌর বিএনপির সাবেক সভাপতি শফিকুল ইসলাম, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এ. বি. এম. মোমিনুল হক এবং সাবেক কোষাধ্যক্ষ জসিম উদ্দিন রিপন। দোয়া মাহফিলে উপস্থিত নেতাকর্মীরা বিএনপি চেয়ারপারসনের দ্রুত সুস্থতা ও তার দেশসেবার জন্য দোয়া করেন। ইফতার ও দোয়া মাহফিলে আখাউড়া উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন শাখা বিএনপি এবং তাদের অঙ্গসংগঠনের অনেক নেতাকর্মী অংশ নেন।
প্রিন্ট