









সেতুর গার্ডারের মধ্য থেকে উদ্ধার হলো আটকে পড়া এক শিশু

- আপডেট সময় ০৬:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫
- / ২৩ বার পড়া হয়েছে
সেতুর দুটি গার্ডের মধ্যবর্তী ফাঁকা স্থানে কবুতর বাসা বেঁধেছে। ওই কবুতর ধরার উদ্দেশ্যে ৯ বছর বয়সি শিশু নূর মোহাম্মদ গার্ডারের মধ্যে প্রবেশ করে। তবে বের হওয়ার সময় তিনি আর বের হতে পারেননি। পরে, ফায়ার সার্ভিসের সদস্যরা তিন ঘণ্টা পর শিশুটির উদ্ধার করেন। উদ্ধার হওয়া নূর মোহাম্মদ নওগাঁ পৌরসভার কাঠালতলী এলাকার রিপন হোসেনের পুত্র। বর্তমানে তিনি সুস্থ আছেন এবং পৌরসভার উপশেরপুরে তার নানা বাড়িতে রয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, নূর মোহাম্মদ কিছু দিন আগে তার নানা বাড়িতে বেড়াতে এসেছে। মঙ্গলবার সকাল ১১টা নাগাদ তিনি সুলতানপুর সেতুর গার্ডের মধ্যে সেই ফাঁকা জায়গায় কবুতর ধরতে যান। তার সাথে আরও দুই শিশু ছিল। কবুতর ধরার সময় নূর মোহাম্মদ গার্ডারের পাশে চলে যায়, কিন্তু ফিরে আসতে পারেনি। বিপদ বুঝে তার বন্ধুরা তার নানা বাড়িতে খবর দেয়। এরপর, শিশুটির পরিবার ও স্থানীয়রা তাকে উদ্ধার করার চেষ্টা করেন, কিন্তু সফল হননি। পরে নওগাঁ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে তিন ঘণ্টার প্রচেষ্টায় শিশুটিকে উদ্ধার করে। পুরো ঘটনায় এলাকা জুড়ে শোরগোল পড়ে যায় এবং উদ্ধার কার্যক্রম দেখতে অনেক মানুষ সেতুর ওপর ও নদীর দুই পাশে জড়ো হন।
প্রিন্ট