









বাংলাদেশ-ভারত ম্যাচসহ আজ টিভিতে যা দেখবেন

- আপডেট সময় ০৮:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫
- / ১৭ বার পড়া হয়েছে
মঙ্গলবার (২৫ মার্চ) এশিয়ান কাপ ফুটবলের বাছাইপর্বে বাংলাদেশ ভারত দলের মুখোমুখি হবে। এদিকে, আইপিএলে একটি ম্যাচ অনুষ্ঠিত হবে। ফুটবলের এশিয়ান কাপ: বাংলাদেশ-ভারত সন্ধ্যা ৭:৩০ মিনিটে, দেখা যাবে টি স্পোর্টসে। বিশ্বকাপ ফুটবলের বাছাইপর্বের বিভিন্ন ম্যাচের সময়সূচি হল: ইউরোপে মলদোভা-এস্তোনিয়া রাত ১১টায়, সনি স্পোর্টস ২-এ; উত্তর মেসিডোনিয়া-ওয়েলস রাত ১:৪৫ মিনিটে, সনি স্পোর্টস ১-এ; ইসরায়েল-নরওয়ে একই সময়ে, সনি স্পোর্টস ২-এ; জিব্রাল্টার-চেক প্রজাতন্ত্র একই সময়ে, সনি স্পোর্টস ৫-এ। আফ্রিকার বিশ্বকাপ বাছাই পর্বে নাইজেরিয়া-জিম্বাবুয়ে রাত ১০টায়, ফিফা প্লাস ওয়েবসাইটে; বেনিন-দক্ষিণ আফ্রিকা একই সময়ে, ফিফা প্লাস ওয়েবসাইটে; ক্যামেরুন-লিবিয়া, মিসর-সিয়েরা লিওন, আলজেরিয়া-মোজাম্বিক, সেনেগাল-টোগো ও মরক্কো-তানজানিয়া রাত ১টার পর বিভিন্ন সময়ে অনুষ্ঠিত হবে। ক্রিকেটের ঢাকা প্রিমিয়ার লিগে, লিজেন্ডস অব রূপগঞ্জ-রূপগঞ্জ টাইগার্স সকাল ৯টায়, টি স্পোর্টস টিভি ও ইউটিউবে; গাজী গ্রুপ-গুলশান একই সময়ে, টি স্পোর্টস টিভি ও ইউটিউবে; ব্রাদার্স-পারটেক্সও সকাল ৯টায়, টি স্পোর্টস টিভি ও ইউটিউবে। আইপিএলে গুজরাট-পাঞ্জাব রাত ৮টায়, স্টার স্পোর্টস ১, টি স্পোর্টস টিভি/অ্যাপ-এ প্রচারিত হবে।
প্রিন্ট