









মোবাইল ও ব্রডব্যান্ড ইন্টারনেটের খরচ কমানোর খবর আসছে

- আপডেট সময় ০২:৫৫ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫
- / ৯ বার পড়া হয়েছে
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানিয়েছে যে, মোবাইল ফোনের সিমকার্ড এবং ব্রডব্যান্ড ইন্টারনেটের ওপর সদ্য আরোপিত সম্পূরক শুল্ক তুলে নেওয়া হয়েছে এবং পূর্বের অবস্থায় প্রত্যাবর্তন করা হয়েছে। বুধবার (২২ জানুয়ারি) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের ডিজিটাইজেশন কার্যক্রম বজায় রাখতে এবং প্রযুক্তিতে সমৃদ্ধ তরুণ প্রজন্ম গঠন ও অনলাইন কার্যক্রম সম্প্রসারণের উদ্দেশ্যে সিমকার্ড ব্যবহারের ওপর বাড়তি সম্পূরক শুল্ক এবং ইন্টারনেট সেবা প্রদানের ওপর নতুন করে আরোপিত শুল্ক সম্পূর্ণরূপে বাতিল করা হয়েছে। এছাড়া, এই পদক্ষেপের ফলে মোবাইল এবং ইন্টারনেট সেবায় ভোক্তাদের খরচ বৃদ্ধি হবে না বলেও উল্লেখ করা হয়েছে। গত ৯ জানুয়ারি অপারেটর এবং গ্রাহকদের আপত্তি সত্ত্বেও গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী ব্রডব্যান্ড ও মোবাইল ইন্টারনেটের খরচ বাড়ানো হয়। ব্রডব্যান্ডের ক্ষেত্রে প্রথমবারের মতো ১০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করা হয়, ফলে ৫০০ টাকার সংযোগের জন্য গ্রাহকদের অতিরিক্ত ৭৭ টাকা গুনতে হতো। অন্যদিকে, মোবাইল সেবায় ৩ শতাংশ নতুন সম্পূরক শুল্কের কারণে ১০০ টাকার রিচার্জে গ্রাহকদের ৫৬ টাকার বেশি কর প্রদান করতে হতো। ফলে সম্পূরক শুল্ক, ভ্যাট ও সারচার্জ মিলিয়ে ২৮ টাকা ১০ পয়সার পরিবর্তে ২৯ টাকা ৮০ পয়সা পরিশোধ করতে হতো, যার ফলে ১০০ টাকার জন্য সরকার পেত ৫৬ টাকা ৩০ পয়সা।
প্রিন্ট