, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নোটিশ :
সংবাদের বিষয়ে কিছু জানাতে ইমেইল করুন [email protected] ঠিকানায়

নওগাঁয় কমতে শুরম্ন করেছে কাঁচা মরিজের দাম প্রতিকেজি বিক্রি হচ্ছে ১০০ টাকা দরে

নিউজ ডেস্ক
  • আপডেট সময় ০২:১৮ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫
  • / ৯৩ বার পড়া হয়েছে

নওগাঁয় ৩ দিনের ব্যবধানে কাঁচা মরিজের দাম নেমে এসেছে
অর্ধেকে। বর্তমানে প্রতিকেজি কাঁচা মরিজ খুচরা বাজারে ১’শ
থেকে ১২০ টাকাএবং পাইকারি বাজারে ৭০ খেকে ৮০ টাকা দরে বিক্রি
হচ্ছে।

৩ দিন আগে এই মরিজের প্রতিকেজির দাম ছিলো খুচরা বাজারে
২৪০ থেকে ২৮০ টাকা এবং পাইকারি বাজারে প্রতিকেজি বিক্রি
হয়েছে ১৮০ টাকা থেকে ২০০ টাকা দরে।


জেলার সবথেকে বড় কাঁচা মহাদেবপুর উপজেলারমরিজের হাট
মোমিনপুর হাটের সেক্রেটারী ফিরোজ হোসেন জানান, এক সপ্তাহ
আগে প্রতিকেজি কাঁচা মরিজ কেনাবেচা হয়েছে ২০ থেকে ২৫
টাকা দরে।

কিন্তু লাগাতার বৃষ্টির কারনে জমি থেকে কৃষকরা মরিজ
তুলতে না পারায় আমদানি কমে যাওয়ায় এক লাফে ম্ররিজের দাম দাড়ায়
১৮০ টাকা থেকে ২০০ টাকা কেজি।গত দিন ধরে বৃষ্টি না থাকায়
জমি থেকে স্বাভাবিক মরিজ তোলায় আমদানি বেড়ে যাবার ফলে
কমছে মরিজের দাম। আজ এই হাটে প্রতি কেজি কাঁচা মরিজ
বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকা দরে।
মরিজের পইকারি ব্যবসায়ী আনিছুর রহমান বলেন, বৃষ্টি না হওয়ায়
জমি থেকে স্বাভাবিক মরিজ উত্তোলন করায় বাজারে মরিজের আমদানি
বেড়ে যাওয়ায় এবং এলসির মরিজ বাজারে আসায় কাঁচা মরিজের দাম
কমেছে। প্রতিকেজি পইকারি বিক্রি হচ্ছে প্রকারভেদে ৮০ টাকা
থেকে ১২০ টাকা দরে।
নওগাঁ কাঁচাবাজারের ব্যবসায়ী আকরাম হোসেন বলেন, তিনি
পাইকারদের কাছে থেকে ১০০ টাকা কেজি দরে মরিজ কিনেছেন।
খুচরা ১২০ টাকায় প্রতিকেজি বিক্রি করছেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নওগাঁর উপ-পরিচালক আবুল কালাম আজাদ
জানিয়েছেন, কয়েকদিনের লাগাতার বৃষ্টিপাতের কারনে কৃষক জমি
থেকে মরিজ তুলতে না পারায় বাজার কিছুটা অস্থিতিশীল হয়ে পড়ে।
বর্তমানে বৃষ্টি না থাকায় বাজারে মরিজের আমদানি বেড়ে যাওয়ায়
দাম কমতে শুরম্ন করেছে। কয়েকদিনের মধ্যে কাঁচামরিজের দাম
স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে বলেও আশা এই কৃষি কর্মকতার্র।
জেলায় এ বছর ১ হাজার হেক্টর জমিতে মরিজের চাষ করা হয়েছে ।জেলার
চাহিদা মিটিয়ে প্রতিদিন ঢাকা, চট্টগ্রামসহ


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

নওগাঁয় কমতে শুরম্ন করেছে কাঁচা মরিজের দাম প্রতিকেজি বিক্রি হচ্ছে ১০০ টাকা দরে

আপডেট সময় ০২:১৮ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫

নওগাঁয় ৩ দিনের ব্যবধানে কাঁচা মরিজের দাম নেমে এসেছে
অর্ধেকে। বর্তমানে প্রতিকেজি কাঁচা মরিজ খুচরা বাজারে ১’শ
থেকে ১২০ টাকাএবং পাইকারি বাজারে ৭০ খেকে ৮০ টাকা দরে বিক্রি
হচ্ছে।

৩ দিন আগে এই মরিজের প্রতিকেজির দাম ছিলো খুচরা বাজারে
২৪০ থেকে ২৮০ টাকা এবং পাইকারি বাজারে প্রতিকেজি বিক্রি
হয়েছে ১৮০ টাকা থেকে ২০০ টাকা দরে।


জেলার সবথেকে বড় কাঁচা মহাদেবপুর উপজেলারমরিজের হাট
মোমিনপুর হাটের সেক্রেটারী ফিরোজ হোসেন জানান, এক সপ্তাহ
আগে প্রতিকেজি কাঁচা মরিজ কেনাবেচা হয়েছে ২০ থেকে ২৫
টাকা দরে।

কিন্তু লাগাতার বৃষ্টির কারনে জমি থেকে কৃষকরা মরিজ
তুলতে না পারায় আমদানি কমে যাওয়ায় এক লাফে ম্ররিজের দাম দাড়ায়
১৮০ টাকা থেকে ২০০ টাকা কেজি।গত দিন ধরে বৃষ্টি না থাকায়
জমি থেকে স্বাভাবিক মরিজ তোলায় আমদানি বেড়ে যাবার ফলে
কমছে মরিজের দাম। আজ এই হাটে প্রতি কেজি কাঁচা মরিজ
বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকা দরে।
মরিজের পইকারি ব্যবসায়ী আনিছুর রহমান বলেন, বৃষ্টি না হওয়ায়
জমি থেকে স্বাভাবিক মরিজ উত্তোলন করায় বাজারে মরিজের আমদানি
বেড়ে যাওয়ায় এবং এলসির মরিজ বাজারে আসায় কাঁচা মরিজের দাম
কমেছে। প্রতিকেজি পইকারি বিক্রি হচ্ছে প্রকারভেদে ৮০ টাকা
থেকে ১২০ টাকা দরে।
নওগাঁ কাঁচাবাজারের ব্যবসায়ী আকরাম হোসেন বলেন, তিনি
পাইকারদের কাছে থেকে ১০০ টাকা কেজি দরে মরিজ কিনেছেন।
খুচরা ১২০ টাকায় প্রতিকেজি বিক্রি করছেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নওগাঁর উপ-পরিচালক আবুল কালাম আজাদ
জানিয়েছেন, কয়েকদিনের লাগাতার বৃষ্টিপাতের কারনে কৃষক জমি
থেকে মরিজ তুলতে না পারায় বাজার কিছুটা অস্থিতিশীল হয়ে পড়ে।
বর্তমানে বৃষ্টি না থাকায় বাজারে মরিজের আমদানি বেড়ে যাওয়ায়
দাম কমতে শুরম্ন করেছে। কয়েকদিনের মধ্যে কাঁচামরিজের দাম
স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে বলেও আশা এই কৃষি কর্মকতার্র।
জেলায় এ বছর ১ হাজার হেক্টর জমিতে মরিজের চাষ করা হয়েছে ।জেলার
চাহিদা মিটিয়ে প্রতিদিন ঢাকা, চট্টগ্রামসহ


প্রিন্ট