সংবাদ শিরোনাম :










নোটিশ :
সংবাদের বিষয়ে কিছু জানাতে ইমেইল করুন [email protected] ঠিকানায়
নওগাঁয় সপ্তাহব্যাপী বৃক্ষ মেলা শুরু

নিউজ ডেস্ক
- আপডেট সময় ০৩:৪২ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫
- / ৯০ বার পড়া হয়েছে
পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’ এই প্রতিপাদ্য নিয়ে নওগাঁয় সপ্তাহব্যাপী বৃক্ষ মেলা শুরু হয়েছে।
সোমবার সকাল ১০টায় বন বিভাগ ও জেলা প্রশাসনের আয়োজনে শহরের এটিম মাঠ থেকে একটি র্যালি বের হয়ে নওজোয়ান মাঠে গিয়ে শেষ হয়। পরে ফিতা কেটে ও ফেষ্টুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।
উদ্বোধনী অনুষ্ঠানে রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তা রুফকুজ্জামান শাহ্ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হোসেন, নওগাঁ বন বিভাগের সহকারী বন সংরক্ষক মোঃ মেহেদীজ্জামান, জেলা নার্সারি মালিক সমিতির সভাপতি মোস্তাক আহমেদ, দেশের শ্রেষ্ঠ বৃক্ষ রোপণ কারাী নওগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মাহমুদুন নবী বেলাল সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বন বিভাগ, পরিবেশ অধিদপ্তর, কৃষি বিভাগের কর্মকর্তা, শিক্ষক শিক্ষিকা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়।
মেলায় ফলজ, বনজ, ভেষজ এবং বাহারি ফুলের চারার সমাহার নিয়ে ৪০টির বেশি স্টল অংশগ্রহণ করেছে।
প্রিন্ট
ট্যাগস