









নওগাঁয় সাতমাহার মোড়-চৌমাসিয়া চত্বর সড়ক চার লেনে উন্নীতকরণ শীর্ষক স্টেকহোল্ডার সভা অনুষ্ঠিত

- আপডেট সময় ০৪:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫
- / ৫২ বার পড়া হয়েছে
নওগাঁ শহর বর্তমানে একটি ভোগান্তি ও দুর্ভোগের শহরের নাম। প্রধান সড়কটি সময়োপযোগী প্রশস্তকরণ না করার কারণে প্রতিদিনই সকাল থেকে রাত পর্যন্ত যানজট লেগেই থাকে। এমন দুর্ভোগ থেকে মুক্ত করতে প্রায় চার বছর আগে শহরের প্রধান সড়কটি চার লেনে উন্নীতকরণের প্রকল্প গ্রহণ করা হয়।
কিন্তু তৎকালীন রাজনৈতিক ব্যক্তিদের উদাসীনতা ও সমন্বয়হীনতার কারণে সেই প্রকল্প আলোর মুখ দেখেনি। যার কারণে শহরের প্রধান সড়কটি বর্তমানে সকল মানুষের গলার কাটায় পরিণত হয়েছে। এমন দুর্বিষহ ভোগান্তি থেকে নওগাঁবাসীকে মুক্ত করতে নতুন করে প্রকল্পটি বাস্তবায়নে উদ্যোগ গ্রহণ করে জেলা প্রশাসন ও নওগাঁ সড়ক বিভাগ। নতুন করে প্রকল্পটি যাচাই-বাছাই শেষে বাস্তবায়নের জন্য সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের পক্ষ থেকে একটি কমিটি গঠন করা হয়।
গঠিত সেই কমিটির কার্যক্রমের অংশ হিসেবে নওগাঁ শহরের প্রধান আঞ্চলিক মহাসড়ক বগুড়া-নওগাঁ-মহাদেবপুর-পত্নীতলা-ধামইরহাট-জয়পুরহাট (আর-৫৪৫) সড়কের সাতমাহার মোড় হতে চৌমাসিয়া চত্বর পর্যন্ত ১৬.৫০ কিলোমিটার ৪-লেনে উন্নীতকরণ শীর্ষক প্রকল্পের স্টেকহোল্ডার সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সভা কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গঠিত কমিটির আহ্বায়ক সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক।
এছাড়া উপস্থিত কমিটির সদস্য ও যুগ্মসচিব মিজ নাজনীন ওয়ারেস, সদস্য সচিব ও উপসচিব জাহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। এসময় প্রকল্পে করণীয় ও গৃহীত কাজের ধাপের উপর প্রামাণ্যচিত্র এবং প্রকল্প সম্পর্কিত তথ্য উপস্থাপন করেন নওগাঁ সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী নূরে আলম সিদ্দিক। এছাড়াও পুরো প্রকল্প সম্পর্কে আলোকপাত করেন নওগাঁ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো: রাশেদুল হক রাসেল। এসময় রাজশাহী সড়ক বিভাগের বিভিন্ন কর্মকর্তা, জেলা পুলিশের কর্মকর্তা, সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের প্রধানগণ, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, ছাত্র সমাজের নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী, সুধীমহলের নেতৃবৃন্দ প্রমুখ প্রকল্প নিয়ে তাদের মতামত তুলে ধরেন।
এসময় নওগাঁ শহরকে সময়োপযোগী সুন্দর একটি আধুনিক শহর হিসেবে বিনির্মাণ করতে, যানজট মুক্ত করতে, চলাচলে আরো সহজতর করতে শহরের প্রধান সড়কটিকে চার লেনে উন্নীতকরণের প্রয়োজনীয়তা তুলে ধরেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। বিগত সময়ে নানা জটিলতার কারণে এই প্রকল্প আলোর মুখ দেখেনি। তাই দ্রুত এই প্রকল্প বাস্তবায়ন করে নওগাঁ শহরকে আধুনিক একটি শহর হিসেবে বিনির্মাণ করতে সকল শ্রেণি-পেশার মানুষের সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।
প্রধান অতিথি বলেন, নওগাঁ শহরসহ পুরো নওগাঁর সড়ক ব্যবস্থাকে আধুনিকায়নের এখনই সময়। নানা অজানা কারণে শহরের প্রধান সড়কটি চার লেনে উন্নীতকরণের কাজ বহুবার পিছিয়েছে। তাই আর সময় নষ্ট না করে যোগ্য মতামত ও পরামর্শ প্রদান করে নওগাঁবাসীকে এমন প্রকল্প দ্রুত বাস্তবায়নে জেলা প্রশাসন ও সড়ক বিভাগকে সার্বিক সহযোগিতা করতে তিনি সভায় আগত সকল স্টেকহোল্ডারসহ জেলাবাসীর প্রতি অনুরোধ জানান।
সভা শেষে কমিটির সকল সদস্য ও অন্যান্য কর্মকর্তারা নতুন অননুমোদিত প্রকল্প এলাকা পরিদর্শন করেন। এছাড়া নওগাঁ সড়ক বিভাগাধীন ৩টি আঞ্চলিক ও ৩টি জেলা মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ শীর্ষক প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেন।
প্রিন্ট