









জি এম কাদেরের বাসার সামনে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন

- আপডেট সময় ০৫:৫৬ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫
- / ৩৩ বার পড়া হয়েছে
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মুহাম্মদ কাদেরের বাসভবনে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। শনিবার (৩০ আগস্ট) দুপুরের পর থেকে উত্তরা ৭ নম্বর সেক্টরের ৩৩ নম্বর সড়কের ৯/এ সড়কের বাসার সামনে এ নিরাপত্তা জোরদার করা হয়। জি এম কাদেরের বাসার আশপাশে বিভিন্ন ধরনের লোকজনের মিছিল করছে, অনেক লোক জড়ো হচ্ছে। সংশ্লিষ্ট থানা থেকে নিরাপত্তা বাড়ানো হয়েছে। পুলিশ কর্মকর্তারা বলছেন, অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এর আগে রাজধানীর কাকরাইলে শুক্রবার সন্ধ্যার পর থেকে রাত পর্যন্ত জাতীয় পার্টি (জাপা) ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। পরে গণ অধিকার পরিষদের কার্যালয়ের সামনে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের লাঠিপেটায় গুরুতর আহত হন দলের সভাপতি নুরুল হক নুর। এ সময় আরো বেশ কয়েকজন নেতাকর্মীও আহত হন। এই ঘটনার পরপরই ‘জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্স’ ও ‘উত্তরা ছাত্র জনতা’-এর ব্যানারে আজ বিকেলে বিএনএস সেন্টারে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়। সেই সঙ্গে হামলাকারীদের শাস্তি, জাপা নিষিদ্ধের দাবিতে কর্মসূচি দেওয়া হয়।
প্রিন্ট