, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নওগাঁয় ভুয়া পুলিশ চক্রের ৪জন গ্রেপ্তার Logo জামায়াতের আমিরের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ Logo নওগাঁয় ব্যতিক্রমীভাবে মাছের পোনা অবমুক্তকরণ ও মৎস্যজীবী সমাবেশ নৌকাবাইচ ও হাঁস খেলা Logo আসন্ন শারদীয় দুর্গাপূজা: নওগাঁয় প্রস্তুতিমূলক সভা অনুষ্টিত জেলায় এ বছর ৮৮১টি মন্ডপে শারদ উৎসব পালিত হবে Logo নওগাঁয় সরকারি কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন Logo এ বিজয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর Logo জাবিতে দলীয় লেজুড়বৃত্তির রাজনৈতিক চর্চা বন্ধ করব Logo জাবিতে দলীয় লেজুড়বৃত্তির রাজনৈতিক চর্চা বন্ধ করব Logo এ বিজয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর Logo জাবিতে দলীয় লেজুড়বৃত্তির রাজনৈতিক চর্চা বন্ধ করব
নোটিশ :
সংবাদের বিষয়ে কিছু জানাতে ইমেইল করুন [email protected] ঠিকানায়

সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন

নিউজ ডেস্ক
  • আপডেট সময় ০৯:২৪ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫
  • / ১২৪ বার পড়া হয়েছে

নওগাঁর মহাদেবপুর সাব-রেজিস্ট্রি অফিসে তথ্য সংগ্রহে গেলে ডিবিসি নিউজের নওগাঁ জেলা প্রতিনিধি সাংবাদিক এ.কে সাজুর উপর হওয়া সন্ত্রাসী হামলার প্রতিবাদে জেলার বিভিন্ন স্থানে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।

 

আজ শনিবার (৩০ আগস্ট) সকাল সাড়ে ১১টায় জেলার মুক্তির মোড়ে নওগাঁ জেলার সম্মিলিত সাংবাদিক ঐক্য জোটের ব্যানারে, আয়োজনে এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।

 

মানববন্ধনে বক্তারা সাংবাদিক এ.কে সাজুর উপর হামলাকারী দলিল লেখক দালাল সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বলেন, প্রতিটি সরকারি অফিসই একটি নির্দিষ্ট নিয়মে চলে। কিন্তু মহাদেবপুর সাব-রেজিস্ট্রি অফিসে গত কয়েকদিন ধরে রাতভর জমি রেজিস্ট্রি হয়ে আসছিল। বক্তারা আরও বলেন, মহাদেবপুরের সাব-রেজিস্ট্রার মুক্তি আরা যে দলিলগুলো সম্পাদন করেছেন, সেগুলো নিয়মবহির্ভূত। তাই মুক্তি আরার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত চান তারা।

 

বক্তারা আরো বলেন, দুষ্কৃতিকারীরা সাংবাদিকদের উপর হামলা করে তাদের অন্যায় ও অনিয়ম ঢাকার চেষ্টা করছে। প্রতিনিয়ত সারাদেশেই সাংবাদিক নির্যাতনের ঘটনা ঘটছে। এসব দুষ্কৃতিকারীদের যথাযথ শাস্তির ব্যবস্থা না করলে অন্যায়-অনিয়ম যেমন বাড়বে, তেমনি সাংবাদিকরাও আরও হুমকির মুখে পড়বেন বলে আশঙ্কা করেন বক্তারা।

 

উল্লেখ্য, গত ২৭ আগস্ট নওগাঁ জেলার মহাদেবপুর সাব-রেজিস্ট্রি অফিসের নানা দুর্নীতি ও অনিয়মের তথ্য সংগ্রহে গেলে ডিবিসি নিউজের নওগাঁ জেলা প্রতিনিধি সাংবাদিক এ.কে সাজুর উপর হামলা চালায় দলিল লেখক চক্রের কিছু সন্ত্রাসী। এসময় তারা সাংবাদিক এ.কে সাজুর ক্যামেরা, মোবাইল ফোন ও সাংবাদিক পরিচয়পত্র ছিনিয়ে নেয়। একই দিন সকাল দশটায় মহাদেবপুর মাছ চত্বর ও পত্নীতলার নজিপুরে একই দাবিতে সাংবাদিকরা মানববন্ধন বিক্ষোভ সমাবেশ করেন।


প্রিন্ট
ট্যাগস

নিউজটি শেয়ার করুন

সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন

আপডেট সময় ০৯:২৪ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫

নওগাঁর মহাদেবপুর সাব-রেজিস্ট্রি অফিসে তথ্য সংগ্রহে গেলে ডিবিসি নিউজের নওগাঁ জেলা প্রতিনিধি সাংবাদিক এ.কে সাজুর উপর হওয়া সন্ত্রাসী হামলার প্রতিবাদে জেলার বিভিন্ন স্থানে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।

 

আজ শনিবার (৩০ আগস্ট) সকাল সাড়ে ১১টায় জেলার মুক্তির মোড়ে নওগাঁ জেলার সম্মিলিত সাংবাদিক ঐক্য জোটের ব্যানারে, আয়োজনে এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।

 

মানববন্ধনে বক্তারা সাংবাদিক এ.কে সাজুর উপর হামলাকারী দলিল লেখক দালাল সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বলেন, প্রতিটি সরকারি অফিসই একটি নির্দিষ্ট নিয়মে চলে। কিন্তু মহাদেবপুর সাব-রেজিস্ট্রি অফিসে গত কয়েকদিন ধরে রাতভর জমি রেজিস্ট্রি হয়ে আসছিল। বক্তারা আরও বলেন, মহাদেবপুরের সাব-রেজিস্ট্রার মুক্তি আরা যে দলিলগুলো সম্পাদন করেছেন, সেগুলো নিয়মবহির্ভূত। তাই মুক্তি আরার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত চান তারা।

 

বক্তারা আরো বলেন, দুষ্কৃতিকারীরা সাংবাদিকদের উপর হামলা করে তাদের অন্যায় ও অনিয়ম ঢাকার চেষ্টা করছে। প্রতিনিয়ত সারাদেশেই সাংবাদিক নির্যাতনের ঘটনা ঘটছে। এসব দুষ্কৃতিকারীদের যথাযথ শাস্তির ব্যবস্থা না করলে অন্যায়-অনিয়ম যেমন বাড়বে, তেমনি সাংবাদিকরাও আরও হুমকির মুখে পড়বেন বলে আশঙ্কা করেন বক্তারা।

 

উল্লেখ্য, গত ২৭ আগস্ট নওগাঁ জেলার মহাদেবপুর সাব-রেজিস্ট্রি অফিসের নানা দুর্নীতি ও অনিয়মের তথ্য সংগ্রহে গেলে ডিবিসি নিউজের নওগাঁ জেলা প্রতিনিধি সাংবাদিক এ.কে সাজুর উপর হামলা চালায় দলিল লেখক চক্রের কিছু সন্ত্রাসী। এসময় তারা সাংবাদিক এ.কে সাজুর ক্যামেরা, মোবাইল ফোন ও সাংবাদিক পরিচয়পত্র ছিনিয়ে নেয়। একই দিন সকাল দশটায় মহাদেবপুর মাছ চত্বর ও পত্নীতলার নজিপুরে একই দাবিতে সাংবাদিকরা মানববন্ধন বিক্ষোভ সমাবেশ করেন।


প্রিন্ট