









রাজধানীতে ভিপি নুরের ওপর হামলার প্রতিবাদে নওগাঁয় বিক্ষোভ

- আপডেট সময় ০৮:১৫ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫
- / ১০৬ বার পড়া হয়েছে
রাজধানীতে জাতীয় গণঅধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নুরসহ দলীয় নেতা-কর্মীদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নওগাঁয় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে স্থানীয় নেতাকর্মীরা।
শনিবার সকাল সাড়ে ১১টার দিকে গণঅধিকার পরিষদের নওগাঁ জেলা সভাপতি আবু সাদাদ সৌখিনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে মিছিলটি মুক্তির মড়ে এসে মানববন্ধন করে।
মানববন্ধনে বক্তব্য দেন গণঅধিকার পরিষদের নওগাঁ জেলা সভাপতি আবু সাদাদ সৌখিন, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন ইমন, সহসভাপতি আব্দুর রহমান, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি এহসানুল হক জুয়েল, যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম এবং ছাত্র অধিকার পরিষদের কলেজ শাখার সাধারণ সম্পাদক আবু সাইদ।
বক্তারা অবিলম্বে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন। একই সঙ্গে সারাদেশে গণঅধিকার পরিষদের নেতা-কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।
প্রিন্ট