









নুরের ওপর এ পর্যন্ত ২২ বার আক্রমণ হয়েছে: রিজভী

- আপডেট সময় ০৬:২৮ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫
- / ১২ বার পড়া হয়েছে
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর এ পর্যন্ত ২২ বার আক্রমণ হয়েছে বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, নুরের ওপর হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ ও ‘উদ্দেশ্যপ্রণোদিত’দাবি করে রিজভী বলেন, তাকে টার্গেট করা হয়েছে মেরে ফেলার জন্য। সামান্য এদিক-ওদিক হলে আজ তাকে জীবিত পাওয়া যেত না। রোববার দুপুর পৌনে ২টার দিকে নুরকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন, বিএনপির এই নেতা। রিজভী আরও বলেন, নুরের ওপর হামলা ছিল একটি বৃহৎ ষড়যন্ত্রের অংশ। সে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানাচ্ছিল। সেখানে কোনো সহিংসতা ঘটেনি। এরপরও নির্মম আক্রমণ চালানো হয়েছে। নুর কখনো সহিংসতায় জড়িত নয়। গণতান্ত্রিক প্রতিবাদের জন্য তার স্বীকৃতি আছে। নুরের শারীরিক অবস্থা নিয়ে রিজভী জানান, কর্তব্যরত চিকিৎসকদের মতে তিনি এখনো আশঙ্কামুক্ত নন। আরও কয়েক ঘণ্টা পর্যবেক্ষণে রাখার পর সিদ্ধান্ত নেওয়া হবে তাকে কেবিনে নেওয়া যাবে কি
প্রিন্ট