খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে সুখবর দিলেন তথ্য উপদেষ্টা
ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ইউপি সদস্যের গলাকাটা মরদেহ উদ্ধার
শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা অন্তত ১৯৩
ইসরায়েলি প্রেসিডেন্টের কাছে ক্ষমা চাইলেন নেতানিয়াহু
হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে গেলেন তামিম ইকবাল
নোয়াখালীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া
মসজিদে বিয়ে ও সমালোচনা নিয়ে মুখ খুললেন শবনম ফারিয়া
দেশে বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম
ইসরায়েলি হামলার গাজায় নিহত ৭০ হাজারের বেশি
খাদ্য অধিদপ্তরের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস
স্কুল থেকে বাড়ি ফেরা হলো না মমতার নিখোঁজের তিনদিন পর অবশেষে উদ্ধার হলো লাশ
- আপডেট সময় ১১:৩৩ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫
- / ১৫৭ বার পড়া হয়েছে
নওগাঁর নিয়ামতপুরে স্কুলে যাওয়ার পর আর বাড়ি ফিরে আসেনি পঞ্চম শ্রেণির ছাত্রী মমতা (১১)। অবশেষে নিখোঁজের তিন দিন পর তার লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেল পাঁচটার দিকে তাঁর বাড়ির পাশের একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়। এটিকে হত্যা বলে প্রাথমিকভাবে ধারণা করছেন নিয়ামতপুর থানার (ওসি) হাবিবুর রহমান।এ ঘটনায় একজনকে জিজ্ঞাসাবয়দের জন্য আটক করেছে পুলিশ।

নিহত মমতা উপজেলার পাড়ইল ইউনিয়নের তল্লা গ্রামের মিনহাজুল ইসলামের মেয়ে ও স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ।

স্থানীয়রা জানায়, গত বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে স্কুলে যাবে বলে বাড়ি থেকে বের হয়ে যায় মমতা। এরপর আর সে বাড়ি ফেরেনি। সাম্ভাব্য সব জায়গায় ও আশপাশের পুকুর-ডোবায় কয়েক দফা তল্লাশি চালিয়েও ছিল তার পরিবারের লোকজন। সে সময় তাকে পাওয়া যায়নি। এর মধ্যে আজ বিকেল পাঁচটার দিকে বাড়ি থেকে আনুমানিক ২০০ গজ দূরে রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় পথচারীরা পচা বন্ধ পায়। এরপর পাশের ডুবাতে তারা খোঁজ করলে সেখানে মমতার পা দেখতে পায়। তাৎক্ষণিক ভাবে তারা থানা পুলিশকে খবর দিলে থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে নিয়ে যায়। তাকে ধর্ষণের পর হত্যা করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
নিহত শিক্ষার্থীর বাবা মিনহাজুল বলেন, গত বুধবার সে স্কুলে জুতা ফেলে এসেছিল। পরদিন সকালে সেই জুতা নিতে স্কুলে যায়। পরে পাশের ফুফুর বাড়িতে খাওয়া-দাওয়া শেষে বাড়ি ফেরার উদ্দেশ্যে বের হয়। তারপর থেকে আর খুঁজে পাওয়া যায়নি। এর মধ্যে আজ তার লাশ পাওয়া গেল।
নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, স্থানীয়দের মাধ্যমে সংবাদ পাওয়ার পর ঘটনাস্থলটি পরিদর্শন করা হয়েছে। নিহতের লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি হত্যা হতে পারে। তবে ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ বিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি হাবিবুর রহমান।
প্রিন্ট















