









নওগাঁয় বিএনপির ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ

- আপডেট সময় ০৬:৪৬ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
- / ২৫ বার পড়া হয়েছে
নওগাঁয় বিএনপির ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করা হয়েছে। আজ সোমবার জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জনতার এমপি খ্যাত জাহিদুল ইসলাম ধলুর নেতৃত্বে পৌর বাজার এলাকায় এ লিফলেট বিতরণ করা হয়।
এ সময় জেলা বিএনপির নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক শফিউল আযম ভিপি রানা সহ, বিএনপির অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
লিফলেট বিতরণকালে জাহিদুল ইসলাম ধলু বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ঘরে ঘরে গিয়ে জনগণের হাতে এ ৩১ দফা তুলে ধরা হচ্ছে। তিনি আরও বলেন, “আমরা চাই প্রতিটি মানুষ জানুক— রাষ্ট্র সংস্কারের জন্য বিএনপির কী পরিকল্পনা রয়েছে। ধানের শীষে জনগণ ভোট দিলে নির্বাচিত হয়ে আমরা এই ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশ মেরামতের কাজ শুরু করব।”
স্থানীয় বাজারে লিফলেট বিতরণের মাধ্যমে এ কর্মসূচি আজ পালন করা হয়, পর্যায়ক্রমে রাষ্ট্র সংস্কারের জন্য বিএনপির পরিকল্পনার লিফরেট নওগাঁ জেলার প্রতিটি গ্রাম, মহল্লা ও ঘরে ঘরে পৌঁছানো হবে বলে জানান বিএনপি নেতারা।
প্রিন্ট