









নওগাঁয় ব্যতিক্রমীভাবে মাছের পোনা অবমুক্তকরণ ও মৎস্যজীবী সমাবেশ নৌকাবাইচ ও হাঁস খেলা

- আপডেট সময় ০৭:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
- / ৩৪ বার পড়া হয়েছে
নওগাঁ সদর উপজেলার হাঁসাইগাড়ী গুটারবিলেব্যতিক্রমীভাবে পানির ওপর মঞ্চ বানিয়ে মাছের পোনা অবমুক্তকরণ মৎস্যজীবী সমাবেশ, নৌকা বাইচ ও হাঁস খেলা অনুষ্টিত হয়েছে। এলাকাবাসি শত শত নৌকা নিয়ে এসে নৌকায় দাড়িয়ে অনুষ্টান মালা উপভোগ করেন।
সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকাল ৩টায় হাঁসাইগাড়ি.শৈলগাছীসহচা রটি ইউনিয়নের মৎস্যজীবী সম্প্রদায়ের যৌথ আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও নওগাঁ-৫ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী মো. জাহিদুল ইসলাম ধলু।
হাঁসাইগাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ জালাল হোসেন শাহানার সভাপতিত্বে এই অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগাঠনিক সম্পাদকশফিউল আজম রানা, জেলা যুবদলের সদস্যসচীব রুহুল আমিন মুক্তার, স্বেচ্ছাসেবক দলের টুটুল প্রমুখবক্তব্য রাখেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি জাহিদুল ইসলাম বলেন, “দেশের প্রাণিজ সম্পদ সংরক্ষণ ও মাছের উৎপাদন বৃদ্ধির জন্য পোনা মাছ অবমুক্তকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্যোগ। পাশাপাশি মৎস্যজীবী সম্প্রদায়ের আর্থ–সামাজিক উন্নয়নেও একসাথে কাজ করতে হবে।”তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে এবং নিবাচনে আপনাদের সহযোগিতা পেলে এই বিলের অবৈধ্য দখল মুক্ত করে সেই জায়গা মঃস্য জীবীদের মাঝে বিতরণ করা হবে।
অনুষ্ঠানে হাঁসাইগাড়ী, শৈলগাছী, শিকারপুর ও দুবলহাটি ইউনিয়নের শতাধিক মৎস্যজীবী অংশগ্রহণ করেন। অতিথিরা গুটারবিলে বিভিন্ন জাতের পোনা মাছ অবমুক্ত করেন এবং পরে মৎস্যজীবীদের সঙ্গে মতবিনিময় করেন। এসময় হাঁস খেলা, নৌকা বাইচ, বাউল গান ও নৃত্য অনুষ্টিত হয়।
আয়োজকরা জানান, এ ধরনের উদ্যোগ মৎস্যসম্পদের টেকসই ব্যবস্থাপনা ও মৎস্যজীবীদের অধিকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে।হাঁসাইগাড়ী গুটারবিলেব্যতিক্রমীভাবে পানির ওপর মঞ্চ বানিয়ে মাছের পোনা অবমুক্তকরণ মৎস্যজীবী সমাবেশ, নৌকা বাইচ ও হাঁস খেলা এলাকার মানুষ উৎসব মুখর ও আনন্দঘন পরিবেশে উপভোগ করেন।
প্রিন্ট