খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে সুখবর দিলেন তথ্য উপদেষ্টা
ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ইউপি সদস্যের গলাকাটা মরদেহ উদ্ধার
শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা অন্তত ১৯৩
ইসরায়েলি প্রেসিডেন্টের কাছে ক্ষমা চাইলেন নেতানিয়াহু
হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে গেলেন তামিম ইকবাল
নোয়াখালীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া
মসজিদে বিয়ে ও সমালোচনা নিয়ে মুখ খুললেন শবনম ফারিয়া
দেশে বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম
ইসরায়েলি হামলার গাজায় নিহত ৭০ হাজারের বেশি
খাদ্য অধিদপ্তরের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস
পটুয়াখালীতে র্যাবের গাড়িতে বাসের ধাক্কায় শিশুসহ নিহত ৩
- আপডেট সময় ০৩:৫৬ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫
- / ২৬ বার পড়া হয়েছে
পটুয়াখালী সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের ফতুল্লা এলাকায় র্যাবের বাস ও ধানসিঁড়ি পরিবহনের যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে দুই বছরের এক শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন পটুয়াখালীর সিভিল সার্জন ডা: খালেদুর রহমান মিয়া। শনিবার (১১ অক্টোবর) ভোর ৮টার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের ফতুল্লা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, র্যাব-৮ এর একটি গাড়ি বরিশাল থেকে কুয়াকাটা যাওয়ার পথে ছিল। অন্যদিকে, কুয়াকাটা থেকে বরিশালগামী ধানসিঁড়ি ক্লাসিক পরিবহনের একটি বাস একই সড়কে বিপরীত দিক থেকে আসার সময় মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে শিশুসহ তিনজন নিহত হন। আহত হন অন্তত ৩০ জন। নিহতরা হলেন- শিশু পিয়াম (২), র্যাবের ওই মিনিবাসের চালক এএসআই আবদুল আলীম (৩৩) এবং আফরোজা (৩৫) নামের এক নারী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ধানসিঁড়ি পরিবহনের বাসটি কুয়াকাটা থেকে পটুয়াখালীর দিকে আসছিল। অন্যদিকে, র্যাবের মিনিবাসটি বরিশাল থেকে কুয়াকাটা যাচ্ছিল। ফুতল্লা নামক স্থানে পৌঁছালে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে অন্তত ৩০ জন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে পটুয়াখালী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু পিয়ামকে মৃত ঘোষণা করেন। র্যাবের ওই গাড়ি চালক ও আফরোজাকে লেবুখালী ক্যান্টমেন্টে নিয়ে গেলে সেখানে তাদের মৃত ঘোষণা করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, র্যাবের গাড়িটিতে প্রায় ৩০ থেকে ৩৫ জন সদস্য ছিলেন। সংঘর্ষের পর স্থানীয়রা উদ্ধার কাজে এগিয়ে আসে এবং ফায়ার সার্ভিসের সহায়তায় আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়। পটুয়াখালী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক বেলাল উদ্দিন বলেন, দুর্ঘটনাস্থল থেকে আমরা র্যাবের গাড়ি থেকে ১৩ জনকে উদ্ধার করে পটুয়াখালী সদর হাসপাতালে ভর্তি করেছি। সেখানে একজন দুই বছরের শিশুর মৃত্যু নিশ্চিত করা হয়েছে। আহতদের মধ্যে কিছুজনের অবস্থা আশঙ্কাজনক। পটুয়াখালীর সিভিল সার্জন ডা: খালেদুর রহমান মিয়া জানান, দুর্ঘটনার পর থেকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ৩০ জন আহত হয়ে এসেছেন। গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল সিএমএইচ ও বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।
প্রিন্ট















