নওগাঁয় আইন-শৃঙ্খলা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত
নওগাঁয় যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্বই দেশে বারবার গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেঃ নওগাঁয় জনতার এমপি ধলু
আইটেম গানে পূজা হেগড়ে, পারিশ্রমিক ৬ কোটি টাকা
কোহলির সামনে এখন শুধুই টেন্ডুলকার
অ্যালেনার ইতিহাস, প্রোটিয়াদের গুঁড়িয়ে দিলো অস্ট্রেলিয়া
বিএনপি ক্ষমতায় এলে শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হবে: তারেক রহমান
চট্টগ্রামে সন্ত্রাসীদের গুলিতে যুবদল কর্মী নিহত
পটুয়াখালীতে পরীক্ষার্থীর অসদুপায় অবলম্বন গ্রেপ্তার ৩
নতুন পে-স্কেলের অর্থ যোগানের সুসংবাদ পেলেন সরকারি চাকরিজীবীরা
ভেনেজুয়েলার বিপক্ষে মেসিবিহীন আর্জেন্টিনার জয়
- আপডেট সময় ১০:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫
- / ২৭ বার পড়া হয়েছে
বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে এক মাস আগে (৫ সেপ্টেম্বর) ভেনেজুয়েলার সঙ্গে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। যেখানে লিওনেল মেসির দুটো গোলের সাহায্যে আলবিলেস্তেরা ৩-০ ব্যবধানে জয় পেয়েছিল। আজও (শনিবার) একই দৃঢ়তা দেখিয়েছেন লিওনেল স্কালোনি। তবে একের পর এক আক্রমণে সুযোগ তৈরি করেও তারা হতাশ হয়েছে গোল মিসে এবং ভেনেজুয়েলার গোলরক্ষকের অসাধারণ প্রতিরোধে। শেষ পর্যন্ত আর্জেন্টিনা জয় পেয়েছে ১-০ ব্যবধানে। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে আজ ভোরে অনুষ্ঠিত হয় ফিফা প্রীতি ম্যাচ। যেখানে ভেনেজুয়েলার বিপক্ষে আর্জেন্টিনার আধিপত্য ছিল বেশ স্পষ্ট। তবে ব্যবধান আরও বাড়াতে না পারার অপ্রাপ্তি প্রকাশ পেয়েছে অভিজ্ঞ ও তরুণ ফুটবল খেলোয়াড়দের মুখে। ম্যাচে ৭৭ শতাংশ বলের দখল রেখে ১৭টি শট নেয় আর্জেন্টিনা, এর মধ্যে লক্ষ্যে ছিল ৯টি। তাদের একমাত্র গোলটি করেন জিওভান্নি লো সেলসো। অন্যদিকে, ভেনেজুয়েলা ৫টি শট নিয়েও কোনওটিই লক্ষ্যে রাখতে পারেনি। আর্জেন্টিনার স্কোয়াডে থাকলেও, এই ম্যাচে লিওনেল মেসিকে না খেলানোর সিদ্ধান্তের ইঙ্গিত আগে থেকেই দিয়েছিলেন কোচ লিওনেল স্কালোনি। সেটাই বাস্তবায়ন দেখা গেল ভেনেজুয়েলা ম্যাচে। মেসিকে বিশ্রামে রেখে তরুণ ফুটবলারদের পরীক্ষামূলক খেলা দেখেছেন বিশ্বচ্যাম্পিয়ন কোচ। তবে তাদের আরও বড় জয় আসেনি ভেনেজুয়েলা গোলরক্ষক হোসে কন্ত্রেরাসের দুর্দান্ত সেভের জন্য। তিনি অন্তত ১০টি শট রক্ষা করেছেন, যার মধ্যে ৬টি ছিল দ্বিতীয়ার্ধে। শুরু থেকে আর্জেন্টিনা প্রতিপক্ষের ওপর চাপ সৃষ্টি করে আসছিল। ৬ মিনিটে প্রথম সুযোগ পেয়েছিল তারা, তবে লাউতারো মার্টিনেজের প্রচেষ্টা রক্ষা পেয়েছে ভেনেজুয়েলা গোলরক্ষকের দারুণ সেভে। ২৯ মিনিটে ভেনেজুয়েলার জন্য সুবর্ণ সুযোগ তৈরি হয়। মেনদোজার বাড়ানো ক্রসের দ্বিতীয় বার প্রায় ফাঁকায় ছিলেন মার্কোস, কিন্তু হেডটি লক্ষ্যভ্রষ্ট হয়। এরপরই কাউন্টার অ্যাটাক করে আলভারেজ ও লাউতারো বল পেয়ে যান লো সেলসো। এই তরুণ মিডফিল্ডার বাঁ পায়ের জোরালো নিচু শটে এবার ভেনেজুয়েলা গোলরক্ষককে পরাস্ত করেছেন। ৩১ মিনিটে এগিয়ে থাকা আর্জেন্টিনা আরও কিছু সময় পরে ব্যবধান বাড়াতে পারত। তবে তিন ডিফেন্ডারকে কাটিয়ে দু’বার শট নিয়েও কন্ত্রেরাসের কাছেই পরাজিত হন লাউতারো। প্রথমার্ধের পরে বিরতিতে যাওয়ার পরও নিকো পাজের শট সহজেই রক্ষা করেছেন তিনি। আলভারেজের ওপর ফাউল করে ৬১ মিনিটে ফ্রি-কিক পায় আর্জেন্টিনা, তবে তিনি নিজে গোলের জন্য শট নিলেও জোর ছিল না। আলভারেজ, এনজো আর মোলিনাদের বদলি করে ৭০ মিনিটের পরে নামানো হয় রদ্রিগো ডি পল, ম্যাক অ্যালিস্টার ও বালের্দিকে। এরপরও টানা চেষ্টার পরও ব্যবধান বাড়েনি। গ্যালারিতে বসে মেসি গোলের মিসের দৃশ্য দেখেছেন। অন্যদিকে, প্রতিপক্ষের আক্রমণে সতর্ক থাকা ভেনেজুয়েলাও গোলের সুযোগ তৈরি করতে পারেনি, বলের নিয়ন্ত্রণে ছিল না। ফলে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে স্কালোনির দল। তারা আগামী ১৪ সেপ্টেম্বর মায়ামির মাঠে পুয়ের্তো রিকোর বিপক্ষে লড়বে।
প্রিন্ট

























