তারেক রহমানকে অভ্যর্থনা জানাতে বিএনপির কমিটি
রমজান ও ঈদ কবে হতে পারে জানাল আরব আমিরাত
বাংলাদেশের হাইকমিশনারকে তলবের পর বিবৃতি, যা জানাল দিল্লি
বিয়ের প্রথম বছরেই ‘ইচ্ছার বাইরে’ গর্ভবতী ৭৩ শতাংশ নারী
নওগাঁয় বাসচাপায় কারারক্ষী নিহত
তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের সুযোগ পাবেন যে ১০ জন
লালবাগে প্লাস্টিকের গোডাউনে আগুন
৩০০ আসনেই প্রার্থী দেবে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট
দিল্লিতে বাংলাদেশি হাইকমিশনারকে তলব
জানা গেলো ওসমান হাদির স্বাস্থ্যের সবশেষ তথ্য
নওগাঁয় গরুবোঝাই ভটভটি উল্টে দুই ব্যবসায়ী নিহত
- আপডেট সময় ০২:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
- / ৯৫ বার পড়া হয়েছে
নওগাঁর ধামইরহাটে গরুবোঝাই একটি শ্যালো ইঞ্জিনচালিত ভটভটি উল্টে চাপা পড়ে দুই ব্যবসায়ী নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছে আরও ৬-৭ জন।
শনিবার (২৫ অক্টোবর) সকালে উপজেলার বিহারীনগর বাইপাস রাস্তায় ডাবল ব্রীজ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত হলেন- আড়ানগর গ্রামের নাজিম উদ্দিনের ছেলে ভূট্টু (৪৫) ও একই গ্রামের জয়নুলের ছেলে নূও আলম (৩০)।
পুলিশ ও স্থানীয়রা জানান, তারা গরু কেনা-বেচার ব্যবসা করতেন। শনিবার সকালে ভটভটিতে করে গরু নিয়ে জয়পুরহাটের দিকে যাচ্ছিলেন। এসময় বিহারীনগর বাইপাস রাস্তায় ডাবল ব্রীজ এলাকায় একটি মোটরসাইকেল সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যায়। এসময় ভটভটিতে থাকা বাকিদের উদ্দার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর জানান, সকালে বিহারীনগর বাইপাস রাস্তায় ডাবল ব্রীজ এলাকায় ভটভটি উল্টে চাপা পড়ে দুই জন নিহত হয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ দুটি ফায়ার সার্ভিসের সহায়তায় উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
প্রিন্ট






















