, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ১৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্বই দেশে বারবার গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেঃ নওগাঁয় জনতার এমপি ধলু Logo আইটেম গানে পূজা হেগড়ে, পারিশ্রমিক ৬ কোটি টাকা Logo কোহলির সামনে এখন শুধুই টেন্ডুলকার Logo অ্যালেনার ইতিহাস, প্রোটিয়াদের গুঁড়িয়ে দিলো অস্ট্রেলিয়া Logo বিএনপি ক্ষমতায় এলে শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হবে: তারেক রহমান Logo চট্টগ্রামে সন্ত্রাসীদের গুলিতে যুবদল কর্মী নিহত Logo পটুয়াখালীতে পরীক্ষার্থীর অসদুপায় অবলম্বন গ্রেপ্তার ৩ Logo নতুন পে-স্কেলের অর্থ যোগানের সুসংবাদ পেলেন সরকারি চাকরিজীবীরা Logo ময়মনসিংহে জমি নিয়ে বিরোধের জেরে নিহত ১ Logo বিচ্ছেদ গুঞ্জন, স্বামীকে ট্যাগ দিয়ে পোস্টে জবাব দিলেন পূর্ণিমা
নোটিশ :
সংবাদের বিষয়ে কিছু জানাতে ইমেইল করুন [email protected] ঠিকানায়

বিএনপি ক্ষমতায় এলে শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হবে: তারেক রহমান

নিউজ ডেস্ক
  • আপডেট সময় ০৭:৪২ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
  • / ৯ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় “রাষ্ট্র কাঠামো উন্নয়নের রূপরেখা ৩১ দফা” বিষয়ক মেধাবৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষণা করেছেন, বিএনপি ভবিষ্যতে সরকারে এলে শিক্ষা ক্ষেত্রে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হবে। শনিবার (২৫ অক্টোবর) দুপুরে পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে খন্দকার শামসুল আলম ফাউন্ডেশনের উদ্যোগে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন তারেক রহমান। সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি মো. শরীফুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, এবং ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। তারেক রহমান বলেন, দেশের অগ্রগতি নিশ্চিত করতে হলে প্রাথমিক শিক্ষার গুরুত্ব অপরিহার্য। শিক্ষকদের এমন সমর্থন দেওয়া হবে যাতে তারা মনোযোগ দিয়ে পাঠদান করতে পারেন। ভবিষ্যতে মেধাবী শিক্ষার্থীদের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে নিয়োগের জন্য বিশেষ সুবিধা দেওয়া হবে এবং শিক্ষকদের মর্যাদা ও প্রণোদনা বাড়ানো হবে। তিনি আরও বলেন, গত ১৫ বছরে প্রচুর অর্থবিত্ত বিদেশে পাচার হয়েছে। পানির গুরুত্ব অস্বীকার করা যায় না— তাই খালগুলো পুনঃখনন ও পানির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৯ সালে যে খাল খনন কর্মসূচি গ্রহণ করেছিলেন, তা পুনরায় বাস্তবায়ন করে পানির সংকট ও আর্সেনিক সমস্যা সমাধান করা হবে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, মেধাবীরাই ভবিষ্যতের নেতৃত্ব। তরুণ প্রজন্ম যেন ভাষা, কারিগরি ও সাহিত্য-সংস্কৃতি প্রতিটি ক্ষেত্রে দক্ষতা অর্জন করতে পারে, এ জন্য স্কুল থেকেই দক্ষতা উন্নয়ন কার্যক্রম চালু করা হবে। কোনো মেধাবী যেন ঝরে না পড়ে, সে লক্ষ্যেই শিক্ষাব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন আনা হবে। অনুষ্ঠানে উপস্থিত ছাত্র-ছাত্রীরা সরাসরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে তারেক রহমানকে প্রশ্ন করেন, যার উত্তর তিনি নিজে প্রদান করেন। উল্লেখ্য, তারেক রহমান ঘোষিত “রাষ্ট্র কাঠামো উন্নয়নের রূপরেখা ৩১ দফা” বিষয়ক মেধাবৃত্তি পরীক্ষাটি গত ১৬ আগস্ট সারা দেশের ১০ হাজারের বেশি শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত হয়। ফলাফল প্রকাশের পাশাপাশি ৬০ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। এর মধ্যে প্রথম পুরস্কার ২৫ হাজার টাকা, দ্বিতীয় ১৫ হাজার, তৃতীয় ১০ হাজার এবং চতুর্থ ৫ হাজার টাকা প্রদান করা হয়। এছাড়া প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কারপ্রাপ্ত তিনটি স্কুলকে প্রতিটি এক লাখ টাকা করে মোট তিন লাখ টাকা পুরস্কার দেওয়া হয়।


প্রিন্ট
ট্যাগস

নিউজটি শেয়ার করুন

বিএনপি ক্ষমতায় এলে শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হবে: তারেক রহমান

আপডেট সময় ০৭:৪২ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় “রাষ্ট্র কাঠামো উন্নয়নের রূপরেখা ৩১ দফা” বিষয়ক মেধাবৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষণা করেছেন, বিএনপি ভবিষ্যতে সরকারে এলে শিক্ষা ক্ষেত্রে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হবে। শনিবার (২৫ অক্টোবর) দুপুরে পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে খন্দকার শামসুল আলম ফাউন্ডেশনের উদ্যোগে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন তারেক রহমান। সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি মো. শরীফুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, এবং ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। তারেক রহমান বলেন, দেশের অগ্রগতি নিশ্চিত করতে হলে প্রাথমিক শিক্ষার গুরুত্ব অপরিহার্য। শিক্ষকদের এমন সমর্থন দেওয়া হবে যাতে তারা মনোযোগ দিয়ে পাঠদান করতে পারেন। ভবিষ্যতে মেধাবী শিক্ষার্থীদের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে নিয়োগের জন্য বিশেষ সুবিধা দেওয়া হবে এবং শিক্ষকদের মর্যাদা ও প্রণোদনা বাড়ানো হবে। তিনি আরও বলেন, গত ১৫ বছরে প্রচুর অর্থবিত্ত বিদেশে পাচার হয়েছে। পানির গুরুত্ব অস্বীকার করা যায় না— তাই খালগুলো পুনঃখনন ও পানির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৯ সালে যে খাল খনন কর্মসূচি গ্রহণ করেছিলেন, তা পুনরায় বাস্তবায়ন করে পানির সংকট ও আর্সেনিক সমস্যা সমাধান করা হবে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, মেধাবীরাই ভবিষ্যতের নেতৃত্ব। তরুণ প্রজন্ম যেন ভাষা, কারিগরি ও সাহিত্য-সংস্কৃতি প্রতিটি ক্ষেত্রে দক্ষতা অর্জন করতে পারে, এ জন্য স্কুল থেকেই দক্ষতা উন্নয়ন কার্যক্রম চালু করা হবে। কোনো মেধাবী যেন ঝরে না পড়ে, সে লক্ষ্যেই শিক্ষাব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন আনা হবে। অনুষ্ঠানে উপস্থিত ছাত্র-ছাত্রীরা সরাসরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে তারেক রহমানকে প্রশ্ন করেন, যার উত্তর তিনি নিজে প্রদান করেন। উল্লেখ্য, তারেক রহমান ঘোষিত “রাষ্ট্র কাঠামো উন্নয়নের রূপরেখা ৩১ দফা” বিষয়ক মেধাবৃত্তি পরীক্ষাটি গত ১৬ আগস্ট সারা দেশের ১০ হাজারের বেশি শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত হয়। ফলাফল প্রকাশের পাশাপাশি ৬০ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। এর মধ্যে প্রথম পুরস্কার ২৫ হাজার টাকা, দ্বিতীয় ১৫ হাজার, তৃতীয় ১০ হাজার এবং চতুর্থ ৫ হাজার টাকা প্রদান করা হয়। এছাড়া প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কারপ্রাপ্ত তিনটি স্কুলকে প্রতিটি এক লাখ টাকা করে মোট তিন লাখ টাকা পুরস্কার দেওয়া হয়।


প্রিন্ট