, সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
নোটিশ :
সংবাদের বিষয়ে কিছু জানাতে ইমেইল করুন [email protected] ঠিকানায়

১৫ নভেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি শেষ করার নির্দেশ প্রধান উপদেষ্টার

নিউজ ডেস্ক
  • আপডেট সময় ০৫:০৯ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
  • / ২২ বার পড়া হয়েছে

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামী ১৫ নভেম্বরের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন। বুধবার (২৯ অক্টোবর) দুপুরে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এক উচ্চ পর্যায়ের বৈঠকে তিনি এ নির্দেশনা প্রদান করেন। ওই বৈঠকে নির্বাচন কমিশন, বিভিন্ন মন্ত্রণালয়, সেনাবাহিনী, পুলিশ ও র‍্যাবের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, ‘নির্বাচনের জন্য ১৫ নভেম্বরের মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করতে বলা হয়েছে। পোস্টাল ভোটের জন্য নির্বাচন কমিশন একটি অ্যাপ রাখবে। এর পাশাপাশি ভোটের আগে ও পরে ৭২ ঘণ্টা কিভাবে পরিস্থিতি সামাল দেওয়া হবে, সে বিষয়েও আলোচনা হয়েছে।’

প্রেস সচিব আরও জানান, যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। ‘নির্বাচনী কর্মকর্তা নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখতে হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব রুখতে দুটি কমিটি কাজ করবে। ডিজইনফর্মেশনের বিষয়েও একটি কমিটি কাজ করবে। ফেসবুকের সঙ্গেও এ ব্যাপারে আলোচনা হবে,’ তিনি বলেন। নির্বাচনে দায়িত্ব পালনকারীদের বিষয়ে শফিকুল আলম বলেন, ‘সেনাবাহিনী জানিয়েছে, প্রায় সাড়ে ৯২ হাজার সেনা ও নৌবাহিনীর সদস্য দায়িত্বে থাকবেন। এর মধ্যে ৯০ হাজার সেনা সদস্য থাকবে, আর বাকিরা নৌবাহিনীর। সবচেয়ে বেশি দায়িত্বে থাকবেন আনসার সদস্যরা। পুলিশও বডি ক্যামেরা ব্যবহার করবে।’ নির্বাচন বানচালের চেষ্টাকে রুখতে সবাইকে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘গত তিন নির্বাচনে যারা যুক্ত ছিলেন, এইবার তাদের নির্বাচন কর্মকর্তা হিসেবে রাখা হবে না।’ একবিংশ শতকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চেয়ে বড় খুনি কেউ নেই, এমন বিষয় জাতিসংঘের প্রতিবেদনেও লেখা রয়েছে বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন, ‘কেউ যদি অপকর্ম করে পার পেয়ে যায়, তা হবে না। এ জন্য সবাই সতর্ক। ভোটের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে।’ নির্বাচন কমিশন (ইসি) স্বাধীনভাবে কাজ করছে বলেও প্রেস সচিব নিশ্চিত করেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

১৫ নভেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি শেষ করার নির্দেশ প্রধান উপদেষ্টার

আপডেট সময় ০৫:০৯ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামী ১৫ নভেম্বরের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন। বুধবার (২৯ অক্টোবর) দুপুরে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এক উচ্চ পর্যায়ের বৈঠকে তিনি এ নির্দেশনা প্রদান করেন। ওই বৈঠকে নির্বাচন কমিশন, বিভিন্ন মন্ত্রণালয়, সেনাবাহিনী, পুলিশ ও র‍্যাবের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, ‘নির্বাচনের জন্য ১৫ নভেম্বরের মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করতে বলা হয়েছে। পোস্টাল ভোটের জন্য নির্বাচন কমিশন একটি অ্যাপ রাখবে। এর পাশাপাশি ভোটের আগে ও পরে ৭২ ঘণ্টা কিভাবে পরিস্থিতি সামাল দেওয়া হবে, সে বিষয়েও আলোচনা হয়েছে।’

প্রেস সচিব আরও জানান, যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। ‘নির্বাচনী কর্মকর্তা নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখতে হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব রুখতে দুটি কমিটি কাজ করবে। ডিজইনফর্মেশনের বিষয়েও একটি কমিটি কাজ করবে। ফেসবুকের সঙ্গেও এ ব্যাপারে আলোচনা হবে,’ তিনি বলেন। নির্বাচনে দায়িত্ব পালনকারীদের বিষয়ে শফিকুল আলম বলেন, ‘সেনাবাহিনী জানিয়েছে, প্রায় সাড়ে ৯২ হাজার সেনা ও নৌবাহিনীর সদস্য দায়িত্বে থাকবেন। এর মধ্যে ৯০ হাজার সেনা সদস্য থাকবে, আর বাকিরা নৌবাহিনীর। সবচেয়ে বেশি দায়িত্বে থাকবেন আনসার সদস্যরা। পুলিশও বডি ক্যামেরা ব্যবহার করবে।’ নির্বাচন বানচালের চেষ্টাকে রুখতে সবাইকে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘গত তিন নির্বাচনে যারা যুক্ত ছিলেন, এইবার তাদের নির্বাচন কর্মকর্তা হিসেবে রাখা হবে না।’ একবিংশ শতকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চেয়ে বড় খুনি কেউ নেই, এমন বিষয় জাতিসংঘের প্রতিবেদনেও লেখা রয়েছে বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন, ‘কেউ যদি অপকর্ম করে পার পেয়ে যায়, তা হবে না। এ জন্য সবাই সতর্ক। ভোটের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে।’ নির্বাচন কমিশন (ইসি) স্বাধীনভাবে কাজ করছে বলেও প্রেস সচিব নিশ্চিত করেন।


প্রিন্ট