খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে সুখবর দিলেন তথ্য উপদেষ্টা
ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ইউপি সদস্যের গলাকাটা মরদেহ উদ্ধার
শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা অন্তত ১৯৩
ইসরায়েলি প্রেসিডেন্টের কাছে ক্ষমা চাইলেন নেতানিয়াহু
হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে গেলেন তামিম ইকবাল
নোয়াখালীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া
মসজিদে বিয়ে ও সমালোচনা নিয়ে মুখ খুললেন শবনম ফারিয়া
দেশে বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম
ইসরায়েলি হামলার গাজায় নিহত ৭০ হাজারের বেশি
খাদ্য অধিদপ্তরের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস
আরব আমিরাতে লটারিতে সোনার বার জিতলেন বাংলাদেশি যুবক
- আপডেট সময় ০৯:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
- / ১৮ বার পড়া হয়েছে
দুই বছর ধরে ধারাবাহিক প্রচেষ্টার ফলস্বরূপ সংযুক্ত আরব আমিরাতের জনপ্রিয় বিগ টিকিট লটারি থেকে প্রবাসী বাংলাদেশি হায়দার আলী তার ভাগ্য খুলে ফেলেছেন। লটটার সাপ্তাহিক ড্রতে তিনি পেয়েছেন ২৪ ক্যারেটের ২৫০ গ্রাম ওজনের এক বিশাল সোনার বার, যার আনুমানিক মূল্য প্রায় এক লাখ ২৫ হাজার দিরহাম (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪১ লাখ ৬০ হাজার ৬৯৪ টাকা)। তিনি পাঁচ বছর ধরে আমিরাতের আল আইন শহরে বসবাস করছেন এবং বৈদ্যুতিক সামগ্রীর দোকানে কাজ করেন। একদিন বিগ টিকিটের বিক্রয় দলের ফোন কলের মাধ্যমে এই লটারি সম্পর্কে জানতে পারেন তিনি। এরপর থেকেই নিয়মিত টিকিট কিনতে শুরু করেন—কখনো নিজের, কখনো অন্যের নামে নিবন্ধন করে। গত দুই বছর ধরে তিনি তার ঘনিষ্ঠ কিছু বন্ধুর সঙ্গে মিলেই প্রতিমাসে অর্থ সংগ্রহ করে লটায় অংশ নিচ্ছিলেন। তার মনে ছিল একদিন ভাগ্য তার হবে। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটল। সরাসরি সম্প্রচারে লটের ফল ঘোষণা করার সময় উপস্থাপক রিচার্ড যখন ফোনে সুখবর জানান, তখন হায়দার মুহূর্তের জন্য হতবাক হয়ে যান। তিনি জিজ্ঞেস করেন, ‘কত গ্রাম?’ উত্তর শুনে তিনি বিস্মিত হন। হতভম্ব হয়ে ফোনটি তার বন্ধুকে দেন নিশ্চিত হওয়ার জন্য—এটা সত্যিই নাকি কোনো রসিকতা। যখন রিচার্ডের মুখে ‘বিগ টিকিট’ শব্দটি শোনা গেল, তখন আর ধৈর্য রাখতে পারেননি সবাই। উচ্ছ্বাসে ফেটে পড়ল সবাই, কারণ অবশেষে তাদের ভাগ্য খুলে গেছে। সোনার বারটির দাম শুনে হায়দার আলী খুবই উজ্জ্বল হয়ে ওঠেন। তিনি বলেন, আমি খুবই খুশি। এটি সত্যিই এক বড় ব্যাপার। পুরস্কারটির অর্থ কীভাবে ব্যবহার করবেন, তা এখনো ঠিক করেননি হায়দার। তবে তিনি বলছেন, এই জয় তাকে নতুন সাহস ও আশার আলো দেখিয়েছে। তিনি বলেন, এটি আমাকে প্রতি মাসে লটারিতে অংশ নিতে আরও উৎসাহিত করেছে। বিগ টিকিটের প্রতি প্রশংসা জানিয়ে হায়দার আলী আরও বলেন, এটি একটি খুব ভালো প্রতিষ্ঠান। এর প্রক্রিয়াও খুব সহজ।
সূত্র: গালফ নিউজ।
প্রিন্ট














