বেগম খালেদা জিয়াকে সুস্থ করতে আপ্রাণ চেষ্টা করছেন চিকিৎসকরা: মির্জা ফখরুল
সেন্টমার্টিন গেল ৩ জাহাজ, পর্যটক ১১০০
সহকারী সচিব পদে পদোন্নতি পেলেন ২২ কর্মকর্তা
জানা গেল মেট্রোরেলের ছাদে ওঠা সেই কিশোরের নাম
ভোক্তা পর্যায়ে পেট্রোল-ডিজেলের দাম কমালো পাকিস্তান
বিএনপিতে যোগ দিতে পেরে আমি গর্বিত: রেজা কিবরিয়া
ঢাবিতে জমকালো বিজয় র্যালি
জানা গেলো ২০২৬ সালের প্রথম সূর্য ও চন্দ্রগ্রহণ কবে
আসছে শুভ-ঐশীর ‘নূর’
ছিনতাইয়ের শিকার অভিনেত্রী রাজ রিপা, খোয়ালেন আইফোন
‘নো ওয়েজ বোর্ড, নো মিডিয়া’ নীতি কার্যকরসহ ৩৯ দফা দাবি সাংবাদিক ইউনিয়নের
- আপডেট সময় ০৩:৫৬ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫
- / ২১ বার পড়া হয়েছে
সংবাদমাধ্যমের স্বাধিকার ও সাংবাদিকদের সুরক্ষায় ‘নো ওয়েজ বোর্ড, নো মিডিয়া’ নীতি কার্যকর করা হবে, সাংবাদিক সুরক্ষা নীতিমালা তৈরি করা হবে, দুই দিনের সাপ্তাহিক ছুটি এবং সকল আইন বিরোধী নিয়ম বাতিলসহ ৩৯ দফা দাবি উপস্থাপন করেছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)। শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত সমাবেশে সংগঠনের মহাসচিব কাদের গনি চৌধুরী এই দাবিগুলোর ব্যাখ্যা করেন। সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজসহ বিভিন্ন সাংবাদিক নেতারা। বিএফইউজের মূল দাবিগুলোর মধ্যে রয়েছে— নবম ওয়েজ বোর্ড দ্রুত বাস্তবায়ন ও দশম ওয়েজ বোর্ড গঠন, সাংবাদিকদের জন্য নীতিমালা প্রস্তুত, সাপ্তাহিক দুই দিনের ছুটি, সাংবাদিক হত্যা ও হয়রানি বন্ধ করা, পৃথক শ্রম আদালত প্রতিষ্ঠা, সমন্বিত জাতীয় গণমাধ্যম নীতিমালা রচনাসহ প্রিন্ট, টিভি ও অনলাইনসহ সকল মাধ্যমে অভিন্ন ওয়েজ বোর্ড প্রতিষ্ঠা। এছাড়া মফস্বল সাংবাদিকদের সম্মানজনক বেতন নিশ্চিত, নিয়োগ নীতিমালা প্রণয়ন, পেশাগত ঝুঁকিতে বীমা ও চিকিৎসা সুবিধা প্রদান, নারীবাদী সাংবাদিকদের জন্য নিরাপদ কর্ম পরিবেশ সৃষ্টি, সংবাদমাধ্যমের স্বাধীনতা রক্ষায় আইনি কাঠামো গঠন ও সরকারের প্রভাবমুক্ত গণমাধ্যম নিশ্চিত করার দাবি জানানো হয়। বক্তারা বলেন, সাংবাদিকরা নিয়মিত রাষ্ট্রীয় ও প্রভাবশালী মহলের চাপের মধ্যে পেশাগত দায়িত্ব পালন করছেন। ওয়েজ বোর্ডের বাস্তবায়ন ও আইনি সুরক্ষার অভাবে তাদের জীবনযাত্রা কঠিন হয়ে উঠছে। কাদের গনি চৌধুরী বলেন, ‘আমরা এমন একটি গণমাধ্যম চাই যেখানে সাংবাদিকরা চাপমুক্ত সত্য প্রকাশ করতে পারবেন। অনুসন্ধানী সাংবাদিকতা হবে দায়িত্ববোধের প্রতীক।’ এর আগে একই দাবিতে শুক্রবার সারাদেশে সাংবাদিকরা বিক্ষোভ সমাবেশ করেন।
প্রিন্ট






















