খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে সুখবর দিলেন তথ্য উপদেষ্টা
ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ইউপি সদস্যের গলাকাটা মরদেহ উদ্ধার
শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা অন্তত ১৯৩
ইসরায়েলি প্রেসিডেন্টের কাছে ক্ষমা চাইলেন নেতানিয়াহু
হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে গেলেন তামিম ইকবাল
নোয়াখালীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া
মসজিদে বিয়ে ও সমালোচনা নিয়ে মুখ খুললেন শবনম ফারিয়া
দেশে বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম
ইসরায়েলি হামলার গাজায় নিহত ৭০ হাজারের বেশি
খাদ্য অধিদপ্তরের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস
সুষ্ঠু নির্বাচন আয়োজনের বিষয়ে সরকার বদ্ধপরিকর : ইসি আনোয়ার
- আপডেট সময় ০৯:০৮ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫
- / ২৩ বার পড়া হয়েছে
নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার আজ উল্লেখ করেছেন যে, ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে একটি স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য জাতীয় নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছে সরকার। কুয়াকাটায় অবস্থিত কোডেক প্রশিক্ষণ কেন্দ্রের আয়োজনে ‘নির্বাচনী প্রক্রিয়ায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব পালনে নিরূপণ ও উত্তরণের উপায়’ শীর্ষক এক দিনের কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এই কথা বলেন। তিনি আরও বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্নের জন্য সরকার সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে। পাশাপাশি তিনি জানান, বর্তমানে সংশোধিত নির্বাচন আইন (আরপিও)-এর মাধ্যমে রিটার্নিং কর্মকর্তারা তাদের দায়িত্বপ্রাপ্ত আসনে ভোটগ্রহণ স্থগিতের ক্ষমতা পেয়েছেন। তিনি নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তাদের সাহসী ও দায়িত্বশীলভাবে কাজ করার আহ্বান জানান। উল্লেখ্য, পটুয়াখালী জেলা সিনিয়র নির্বাচন অফিসের উদ্যোগে কুয়াকাটা কোডেক ট্রেনিং সেন্টারের সভাকক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে পটুয়াখালীর আটটি উপজেলার নির্বাচনী কর্মকর্তা ছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের প্রায় ৬০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বরিশাল বিভাগের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ, পটুয়াখালী জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার অপু সরোয়ার ও নির্বাচন কমিশন সচিবালয়ের উপ-প্রধান মো. মোস্তফা হাসান।
প্রিন্ট














