খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে সুখবর দিলেন তথ্য উপদেষ্টা
ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ইউপি সদস্যের গলাকাটা মরদেহ উদ্ধার
শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা অন্তত ১৯৩
ইসরায়েলি প্রেসিডেন্টের কাছে ক্ষমা চাইলেন নেতানিয়াহু
হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে গেলেন তামিম ইকবাল
নোয়াখালীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া
মসজিদে বিয়ে ও সমালোচনা নিয়ে মুখ খুললেন শবনম ফারিয়া
দেশে বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম
ইসরায়েলি হামলার গাজায় নিহত ৭০ হাজারের বেশি
খাদ্য অধিদপ্তরের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস
প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ, নির্বাচন প্রস্তুতি নিয়ে আলোচনা
- আপডেট সময় ০৯:৩৩ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫
- / ১৮ বার পড়া হয়েছে
আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যেন সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত হয় এবং নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, সে লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি গ্রহণের জন্য তিন বাহিনীর প্রধানকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। শনিবার (১ নভেম্বর) সন্ধ্যা ৭টায় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান ও বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান। বৈঠকে দেশের নিরাপত্তা ও আইনশৃঙ্খলার নির্বাহের জন্য সামরিক বাহিনীর সদস্যদের কঠোর পরিশ্রমের প্রশংসা করেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, গত ১৫ মাসে সেনাবাহিনীসহ সব বাহিনীর সদস্যরা দেশের আইনশৃঙ্খলা রক্ষা করতে কঠোর পরিশ্রম করে চলেছেন। নির্বাচনের সময় যেন নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকে, সেই জন্য তিন বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন তিনি। প্রধান উপদেষ্টা উল্লেখ করেন, “ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিতব্য নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও উৎসাহজনক করে তোলার জন্য অন্তর্বর্তীকালীন সরকার প্রতিশ্রুতিবদ্ধ।” আজকের বৈঠকে নির্বাচনকে কেন্দ্র করে সামরিক বাহিনীর সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করার বিষয়ে তিন বাহিনীর প্রধানরা প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করতে ৯০ হাজার সেনাসদস্য, আড়াই হাজার নৌবাহিনী সদস্য এবং কিছু বিমানবাহিনী সদস্য মোতায়েন থাকবে। প্রতিটি উপজেলায় একটি করে কোম্পানি সেনা মোতায়েন করা হবে। এ ছাড়া, আগামী ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসের আয়োজনের জন্য প্রধান উপদেষ্টাকে তিন বাহিনীর প্রধানরা আমন্ত্রণ জানান।
প্রিন্ট














