বেগম খালেদা জিয়াকে সুস্থ করতে আপ্রাণ চেষ্টা করছেন চিকিৎসকরা: মির্জা ফখরুল
সেন্টমার্টিন গেল ৩ জাহাজ, পর্যটক ১১০০
সহকারী সচিব পদে পদোন্নতি পেলেন ২২ কর্মকর্তা
জানা গেল মেট্রোরেলের ছাদে ওঠা সেই কিশোরের নাম
ভোক্তা পর্যায়ে পেট্রোল-ডিজেলের দাম কমালো পাকিস্তান
বিএনপিতে যোগ দিতে পেরে আমি গর্বিত: রেজা কিবরিয়া
ঢাবিতে জমকালো বিজয় র্যালি
জানা গেলো ২০২৬ সালের প্রথম সূর্য ও চন্দ্রগ্রহণ কবে
আসছে শুভ-ঐশীর ‘নূর’
ছিনতাইয়ের শিকার অভিনেত্রী রাজ রিপা, খোয়ালেন আইফোন
আরও কমল এলপি গ্যাসের দাম
- আপডেট সময় ০৩:৩৭ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫
- / ২২ বার পড়া হয়েছে
ভোক্তা পর্যায়ে আবারও কমলো তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) মূল্য। নভেম্বর মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৬ টাকা হ্রাস পেয়ে নির্ধারিত হয়েছে ১ হাজার ২১৫ টাকা। রোববার (২ নভেম্বর) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এই নতুন মূল্য ঘোষণা করেছে। এদিন সন্ধ্যা ৬টা থেকেই নতুন দাম কার্যকর হবে বলে জানানো হয়েছে। বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ বলেন, নভেম্বরের জন্য ১২ কেজি এলপিজির দাম ১ হাজার ২৪১ টাকা থেকে ২৬ টাকা কমিয়ে ১ হাজার ২১৫ টাকায় নির্ধারিত হয়েছে। এর আগে ৭ অক্টোবর সর্বশেষ মূল্য সমন্বয় করা হয়েছিল। সে সময় ১২ কেজি সিলিন্ডারের দাম ২৯ টাকা কমিয়ে ১ হাজার ২৪১ টাকা নির্ধারিত হয়েছিল। একই সঙ্গে রোববার অটোগ্যাসের দামও হ্রাস করা হয়েছে বিইআরসির পক্ষ থেকে। নভেম্বর মাসে ভোক্তা পর্যায়ে অটোগ্যাসের দাম ১ টাকা ১৯ পয়সা কমিয়ে প্রতি লিটার ৫৫ টাকা ৫৮ পয়সা নির্ধারিত হয়েছে। এর আগে ৭ অক্টোবর সর্বশেষ অটোগ্যাসের মূল্য সমন্বয় হয়েছিল। সে সময় ভোক্তা পর্যায়ে ১ টাকা ৩৮ পয়সা কমিয়ে প্রতি লিটার দাম নির্ধারিত হয়েছিল ৫৬ টাকা ৭৭ পয়সা। গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিইআরসি জানিয়েছে, নভেম্বরের জন্য সৌদি আরামকোর প্রোপেন ও বিউটেনের ঘোষিত মূল্য প্রতি মেট্রিক টনে যথাক্রমে ৪৭৫ মার্কিন ডলার ও ৪৬০ মার্কিন ডলার। পাশাপাশি প্রোপেন ও বিউটেনের অনুপাত ৩৫:৬৫ অনুযায়ী প্রোপেন ও বিউটেনের গড় সৌদি সিপি প্রতি মেট্রিক টন ৪৬৫.২৫ মার্কিন ডলার বিবেচনা করে নভেম্বরের জন্য বেসরকারি এলপিজি ও অটোগ্যাসের ভোক্তা পর্যায়ে মূল্য সমন্বয় করা হয়েছে। উল্লেখ্য, ২০২৪ সালে চার দফায় এলপিজি ও অটোগ্যাসের দাম কমেছিল, এবং সাত দফায় বেড়েছে। এই দফাটিও ছিল অপরিবর্তিত। গত বছর জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবর মাসে দাম বাড়ানো হয়েছিল। তবে এপ্রিল, মে, জুন ও নভেম্বর মাসে দাম কমানো হয়েছিল। আর ডিসেম্বর মাসে দাম অপরিবর্তিত ছিল।
প্রিন্ট






















