খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে সুখবর দিলেন তথ্য উপদেষ্টা
ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ইউপি সদস্যের গলাকাটা মরদেহ উদ্ধার
শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা অন্তত ১৯৩
ইসরায়েলি প্রেসিডেন্টের কাছে ক্ষমা চাইলেন নেতানিয়াহু
হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে গেলেন তামিম ইকবাল
নোয়াখালীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া
মসজিদে বিয়ে ও সমালোচনা নিয়ে মুখ খুললেন শবনম ফারিয়া
দেশে বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম
ইসরায়েলি হামলার গাজায় নিহত ৭০ হাজারের বেশি
খাদ্য অধিদপ্তরের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস
নির্বাচনের জোয়ার বইছে : প্রেস সচিব
- আপডেট সময় ০১:৫৯ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫
- / ২৪ বার পড়া হয়েছে
সারাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে উত্তেজনা ও আগ্রহের জোয়ার দেখা গেছে বলে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, ফেব্রুয়ারিতেই নিরপেক্ষ ও সুষ্ঠু ভোট সম্পন্ন হবে। এ লক্ষ্যে তিনি ও অন্যান্য কর্মকর্তারা নিবিড়ভাবে কাজ করছেন। শনিবার (৮ নভেম্বর) দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘নির্বাচনী ইশতেহারে প্রযুক্তির ব্যবহার’ শীর্ষক এক সেমিনারে তিনি এ সব কথা বলেন। প্রেস সচিব বলেন, দেশজুড়ে নির্বাচনের উত্তেজনা দেখা গেছে। ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন সম্পন্ন করতে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আশ্বাস দেন, ফেব্রুয়ারিতে নির্বাচনের পরিবেশ সুন্দর ও শান্তিপূর্ণ হবে। এ জন্য সবাই দিনরাত পরিশ্রম করছেন। শফিকুল আলম বলেন, জনগণ ভালো শাসন ও সুচারু প্রশাসন চায়। তবে এটি একদিনে অর্জিত সম্ভব নয়। বিভিন্ন দেশে সংস্কার প্রক্রিয়া চালাতে ১০ থেকে ১৫ বছর সময় লাগে। নির্বাচনের পর আবারও সংলাপের আয়োজন হতে পারে। নেপালে এমন সংস্কার করতে সময় লেগেছে নয় বছর। প্রেস সচিব আরও বলেন, অনেকেই বলেন যে, নারী ও শ্রমিকদের প্রতিনিধিত্ব নেই জুলাই সনদে। তবে কি সব রাজনৈতিক দল সব শ্রেণীপেশার প্রতিনিধিত্ব করে না? সবই সনদে উল্লেখ রয়েছে। তিনি যোগ করেন, কর্মসংস্থান সৃষ্টি করা পরবর্তী সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হবে। এ ব্যাপারে তিনি উল্লেখ করেন, এআই (আন্তর্জাতিক সংস্থা) বড় ধরনের সমস্যা তৈরি করেছে। তিনি আরও জানান, রেল প্রকল্পে পাঁচ বিলিয়ন ডলার বিনিয়োগ করা হয়েছে। সব কাজ গোপালগঞ্জে সম্পন্ন হয়েছে। এসব কিছু শেখ হাসিনার নেতৃত্বে হয়েছে। আগামী সরকারকে অনেক কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যাপারে রাজনৈতিক দলগুলোরকে দৃঢ় অবস্থানে থাকতে আহ্বান জানান শফিকুল আলম। তিনি বলেন, শেখ হাসিনার ব্যাপারে সবাইকে স্পষ্টভাবে বক্তব্য দিতে হবে। শেখ হাসিনা ইতিমধ্যে বলেছেন, জুলাইয়ের আন্দোলনকারীরা সন্ত্রাসী। ১৮ কোটি মানুষের মধ্যে যারা সন্ত্রাসী বলে চিহ্নিত, তাদের মাধ্যমে ক্ষমতায় আসতে চায় আওয়ামী লীগ। দেশের মানুষকে সন্ত্রাসী হিসেবে উপস্থাপন করে তাদের দ্বারা হত্যাযজ্ঞ চালাতে চায়। এ জন্য রাজনৈতিক দলগুলোকে কঠোর অবস্থান নিতে হবে।
প্রিন্ট














