, সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
নোটিশ :
সংবাদের বিষয়ে কিছু জানাতে ইমেইল করুন [email protected] ঠিকানায়

সাপের কামড়ের অ্যান্টিভেনম সব উপজেলায় পাঠানোর নির্দেশ

নিউজ ডেস্ক
  • আপডেট সময় ০২:০৭ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫
  • / ৩১ বার পড়া হয়েছে

ওষুধ প্রশাসন অধিদপ্তর থেকে দেশের সব উপজেলা পর্যায়ের সরকারি হাসপাতালগুলোতে সাপের কামড়ের অ্যান্টিভেনম যথেষ্ট পরিমাণে সরবরাহের জন্য সিভিল সার্জনদের নির্দেশনা দেয়া হয়েছে। প্রত্যেক উপজেলা সদরের কমপক্ষে দু’টি ফার্মেসিতে সাপের কামড়ের অ্যান্টিভেনম রাখার নির্দেশ দেয়া হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিচারপতি ফাহমিদা কাদেরের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে ওষুধ প্রশাসন অধিদপ্তরের উপস্থাপিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। শনিবার (৮ নভেম্বর) রিটকারী আইনজীবী অ্যাডভোকেট মীর এ কে এম নুরন্নবী বিষয়টি নিশ্চিত করেছেন। ১৭ আগস্ট হাইকোর্ট উপজেলা পর্যায়ের সরকারি হাসপাতালে পর্যাপ্ত অ্যান্টিভেনম সরবরাহের নির্দেশ দেয়। এ নির্দেশ বাস্তবায়নে স্বাস্থ্যসচিব, ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেয়া হয়। জনস্বার্থে দায়ের করা এক রিটের শুনানি শেষে ১৮ আগস্ট বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। ঐদিন আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মীর এ কে এম নুরন্নবী। তার সহযোগিতা করেন অ্যাডভোকেট ইসমাঈল হোসেন। রাষ্ট্রের পক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শফিকুর রহমান, তানিম খান ও সহকারী অ্যাটর্নি জেনারেল ইকরামুল কবির। এর আগে সাপের কামড়ের অ্যান্টিভেনম দেশের সব উপজেলা সরকারি হাসপাতালে সরবরাহের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন অ্যাডভোকেট মীর এ কে এম নুরন্নবী। বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন সংযুক্ত করে এ রিট দায়ের করা হয়। ওই সব প্রতিবেদনে বলা হয়, সারাদেশে চলতি বছরের ফেব্রুয়ারি থেকে জুলাই পর্যন্ত সাপের কামড়ে ৩৮ জনের মৃত্যু হয়েছে। এই পাঁচ মাসে সাপের দংশনে আক্রান্ত হয়েছেন ৬১০ জন। রাজধানীর মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরে রাসেলস ভাইপার বিষয়ক জনসচেতনতা বৃদ্ধির জন্য আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সেখানে স্বাস্থ্য অধিদপ্তরের অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখার লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. রোবেদ আমিন এসব তথ্য উপস্থাপন করেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

সাপের কামড়ের অ্যান্টিভেনম সব উপজেলায় পাঠানোর নির্দেশ

আপডেট সময় ০২:০৭ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫

ওষুধ প্রশাসন অধিদপ্তর থেকে দেশের সব উপজেলা পর্যায়ের সরকারি হাসপাতালগুলোতে সাপের কামড়ের অ্যান্টিভেনম যথেষ্ট পরিমাণে সরবরাহের জন্য সিভিল সার্জনদের নির্দেশনা দেয়া হয়েছে। প্রত্যেক উপজেলা সদরের কমপক্ষে দু’টি ফার্মেসিতে সাপের কামড়ের অ্যান্টিভেনম রাখার নির্দেশ দেয়া হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিচারপতি ফাহমিদা কাদেরের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে ওষুধ প্রশাসন অধিদপ্তরের উপস্থাপিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। শনিবার (৮ নভেম্বর) রিটকারী আইনজীবী অ্যাডভোকেট মীর এ কে এম নুরন্নবী বিষয়টি নিশ্চিত করেছেন। ১৭ আগস্ট হাইকোর্ট উপজেলা পর্যায়ের সরকারি হাসপাতালে পর্যাপ্ত অ্যান্টিভেনম সরবরাহের নির্দেশ দেয়। এ নির্দেশ বাস্তবায়নে স্বাস্থ্যসচিব, ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেয়া হয়। জনস্বার্থে দায়ের করা এক রিটের শুনানি শেষে ১৮ আগস্ট বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। ঐদিন আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মীর এ কে এম নুরন্নবী। তার সহযোগিতা করেন অ্যাডভোকেট ইসমাঈল হোসেন। রাষ্ট্রের পক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শফিকুর রহমান, তানিম খান ও সহকারী অ্যাটর্নি জেনারেল ইকরামুল কবির। এর আগে সাপের কামড়ের অ্যান্টিভেনম দেশের সব উপজেলা সরকারি হাসপাতালে সরবরাহের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন অ্যাডভোকেট মীর এ কে এম নুরন্নবী। বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন সংযুক্ত করে এ রিট দায়ের করা হয়। ওই সব প্রতিবেদনে বলা হয়, সারাদেশে চলতি বছরের ফেব্রুয়ারি থেকে জুলাই পর্যন্ত সাপের কামড়ে ৩৮ জনের মৃত্যু হয়েছে। এই পাঁচ মাসে সাপের দংশনে আক্রান্ত হয়েছেন ৬১০ জন। রাজধানীর মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরে রাসেলস ভাইপার বিষয়ক জনসচেতনতা বৃদ্ধির জন্য আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সেখানে স্বাস্থ্য অধিদপ্তরের অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখার লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. রোবেদ আমিন এসব তথ্য উপস্থাপন করেন।


প্রিন্ট