খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে সুখবর দিলেন তথ্য উপদেষ্টা
ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ইউপি সদস্যের গলাকাটা মরদেহ উদ্ধার
শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা অন্তত ১৯৩
ইসরায়েলি প্রেসিডেন্টের কাছে ক্ষমা চাইলেন নেতানিয়াহু
হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে গেলেন তামিম ইকবাল
নোয়াখালীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া
মসজিদে বিয়ে ও সমালোচনা নিয়ে মুখ খুললেন শবনম ফারিয়া
দেশে বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম
ইসরায়েলি হামলার গাজায় নিহত ৭০ হাজারের বেশি
খাদ্য অধিদপ্তরের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস
সব তাফসির মাহফিল স্থগিত করলেন আজহারী
- আপডেট সময় ০২:৫৮ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫
- / ২২ বার পড়া হয়েছে
এই বছর আমি উন্মুক্ত মাঠে অনুষ্ঠিতব্য বিভাগীয় সব তাফসির মাহফিল স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছি। শনিবার (৮ নভেম্বর) দুপুরে আমার ভেরিফায়েড ফেসবুক পেজে এ বিষয়ে আমি এক পোস্টে ঘোষণা দিই। সেখানে আমি উল্লেখ করি, ‘উন্মুক্ত মাঠে আমার এই বছরের বিভাগীয় সব তাফসির মাহফিল স্থগিত করা হলো।’ পরে কমেন্টে আমি লিখি, ‘গত বছর আমি দেশের আটটি বিভাগের তাফসিরুল কুরআন মাহফিলে অংশগ্রহণ করেছিলাম। আলহামদুলিল্লাহ, প্রতিটি অনুষ্ঠান শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। পবিত্র কুরআনের গভীর আকর্ষণে দূর-দূরান্ত থেকে আগত জনতার ভিড় ছিল চোখে পড়ার মতো। লাখো মানুষের এই সমাবেশ সামাল দিতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অনেক কষ্ট করতে হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী, পুলিশ ও অন্যান্য সংশ্লিষ্ট বাহিনীর সমন্বয়ে গঠিত যৌথবাহিনী যে পেশাদারিত্ব দেখিয়েছে, তা সত্যিকারেই প্রশংসার যোগ্য।’ তিনি আরো বলেন, ‘বর্তমানে সারাদেশে নির্বাচন কেন্দ্রিক এক ধরনের আবহ সৃষ্টি হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের ভাষ্য অনুযায়ী, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। বিভিন্ন কারণে আসন্ন নির্বাচন আমাদের জাতীয় জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইতোমধ্যে বেশ কিছু রাজনৈতিক দল জোরেশোরে তাদের সভা-সমাবেশ ও প্রচারণা কর্মসূচি শুরু করে দিয়েছে। ডিসেম্বর ও জানুয়ারিতে তাদের মহাসমাবেশগুলো হবে। জননিরাপত্তা নিশ্চিত করতে এসব মহাসমাবেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করতে হবে।’ ‘এ অবস্থায়, আমাদের পক্ষ থেকে নতুন কোনো প্রোগ্রাম আয়োজন করলে তা অতিরিক্ত চাপ সৃষ্টি করতে পারে। এছাড়া, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা ছাড়া বিশাল জনসমাগম সামলানো কঠিন হয়ে দাঁড়াবে। জাতীয় স্বার্থে, নির্বাচনের ঠিক আগ মুহূর্তে এ ধরনের বড় তাফসির প্রোগ্রাম আয়োজন আমার মনে হয় না যুক্তিযুক্ত।’ তিনি আরও বলেন, ‘অতএব, পরিস্থিতি বিবেচনা করে— উন্মুক্ত মাঠে আমার এই বছরের বিভাগীয় সব তাফসির মাহফিল স্থগিত করছি। নির্বাচন পরবর্তী শান্তিপূর্ণ পরিবেশে আমরা আবারও ঐতিহাসিক তাফসিরুল কুরআনের এই অনুষ্ঠানগুলোতে মিলিত হব ইনশাআল্লাহ। পাশাপাশি, অনেকেই হয়তো ‘হাসানাহ ফাউন্ডেশন’-এর কার্যক্রম সম্পর্কে জানেন। শিক্ষাক্ষেত্রে জাতীয় পর্যায়ে ভূমিকা রাখতে এ বছরই এই ফাউন্ডেশনের যাত্রা শুরু হয়েছে। প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান হিসেবে আমি নতুন গড়া এই ফাউন্ডেশনের কার্যক্রমে সম্পৃক্ত হওয়া এখন জরুরি হয়ে পড়েছে। তাই, আমি এখন পুরোপুরি এই কাজের সঙ্গে যুক্ত থাকছি।’ সবশেষে তিনি বলেন, ‘সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হাসানাহ ফাউন্ডেশনের জন্য আমি সকলের আন্তরিক দোয়া প্রত্যাশা করি।’
প্রিন্ট














