খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে সুখবর দিলেন তথ্য উপদেষ্টা
ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ইউপি সদস্যের গলাকাটা মরদেহ উদ্ধার
শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা অন্তত ১৯৩
ইসরায়েলি প্রেসিডেন্টের কাছে ক্ষমা চাইলেন নেতানিয়াহু
হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে গেলেন তামিম ইকবাল
নোয়াখালীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া
মসজিদে বিয়ে ও সমালোচনা নিয়ে মুখ খুললেন শবনম ফারিয়া
দেশে বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম
ইসরায়েলি হামলার গাজায় নিহত ৭০ হাজারের বেশি
খাদ্য অধিদপ্তরের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস
জনগণ সংস্কার বোঝে না, এটা বাস্তবসম্মত কথা নয়: তাসনিম জারা
- আপডেট সময় ০১:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
- / ১৪ বার পড়া হয়েছে
জনগণ সংস্কার ও পরিবর্তন বোঝে না—এমন কথাকে বাস্তবসম্মত নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা। তিনি বলেন, যখন আমরা মানুষের সাথে কথা বলি, তৃণমূলের উঠানে বা চায়ের দোকানে গেলে তারা বলছে, তাদের কত ধোকা দেওয়া হচ্ছে। যখন এক মা বলে আমি বিচার চাই, এক বাবা বলেন আমি সাত লাখ টাকা ঘুষ দিয়ে ছেলের জন্য চাকরি নেবো, তখন তারা মূলত পরিবর্তনের কথা বলছে, সংস্কারের কথাই বলছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে নাগরিক ঐক্য আয়োজিত ‘রাজনীতির বর্তমান ও ভবিষ্যৎ পথচলা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। তাসনিম জারা বলেন, ক্ষমতাসীনদের, রাজনীতিবিদদের পাশাপাশি ব্যবসায়ীদের মিলেমিশে এক অসম সমাজ গড়ে তুলেছে। এই সমাজে আমাদের অনেককেই দারিদ্র্যের মধ্যে রাখা হয়েছে, এবং নাগরিক হিসেবে যে সুবিধাগুলো পাওয়ার কথা, সেগুলোর থেকে বঞ্চিত করা হচ্ছে—এটা মানুষ বুঝতে পারে। শুধু মানুষই নয়, গত বছর এই অসাম্যতা ও অন্যায়ের বিরুদ্ধে মাঠে নেমেছে, প্রাণ দিয়ে লড়াই করেছে। তরুণদের গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে এনসিপির এই নেতা বলেন, গত এক/দেড় বছর ধরে তরুণদের ছোট করে দেখার প্রবণতা দেখা যাচ্ছে। কিন্তু আমাদের মনে রাখতে হবে, আমাদের দেশের ৫৭ শতাংশ মানুষ ২৫ বছরের নিচে। এই বিশাল জনসংখ্যাকে যদি আমরা রাজনীতির সাথে সম্পৃক্ত করতে না পারি, সেটা আমাদের ব্যর্থতা হবে। সামনে আমাদের জন্য এক সুন্দর সুযোগ এসেছে যেখানে তরুণরা রাজনীতির সাথে সম্পৃক্ত হচ্ছেন। তারা ভাবছে, দেশের জন্য কিভাবে অবদান রাখতে পারে, দেশের জন্য কাজ করতে পারে। এই তরুণদের রাজনীতিতে সম্পৃক্ত করার জন্য পরিবেশ তৈরি করা দায়িত্ব রাজনীতিবিদদের, বলে উল্লেখ করেন তিনি।
প্রিন্ট
















