খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে সুখবর দিলেন তথ্য উপদেষ্টা
ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ইউপি সদস্যের গলাকাটা মরদেহ উদ্ধার
শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা অন্তত ১৯৩
ইসরায়েলি প্রেসিডেন্টের কাছে ক্ষমা চাইলেন নেতানিয়াহু
হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে গেলেন তামিম ইকবাল
নোয়াখালীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া
মসজিদে বিয়ে ও সমালোচনা নিয়ে মুখ খুললেন শবনম ফারিয়া
দেশে বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম
ইসরায়েলি হামলার গাজায় নিহত ৭০ হাজারের বেশি
খাদ্য অধিদপ্তরের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস
মোয়াজ্জেম হোসেন আলালের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জামায়াতের
- আপডেট সময় ০৭:৫২ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫
- / ১৮ বার পড়া হয়েছে
বাংলাদেশ জামায়াতে ইসলামী এক বিবৃতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছে, ‘একাত্তরে গণহত্যা, ধর্ষণ ও নারকীয় হত্যাযজ্ঞের জন্য জামায়াতকে নিষিদ্ধ করার দাবি অবিলম্বে প্রত্যাহার করতে হবে’—এমন বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। দলটির সহকারী মহাসচিব মাওলানা আবদুল হালিম এক প্রেস বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ প্রকাশ করেন। বিবৃতিতে উল্লেখ করা হয়, ‘মোয়াজ্জেম হোসেন আলালের দায়িত্বজ্ঞানহীন ও অসৎ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মন্তব্যের কঠোর সমালোচনা ও নিন্দা জানাচ্ছি। বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলালের বিভ্রান্তিকর ও অসৎ উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্যের প্রতিবাদে আজ ১ নভেম্বর এক বিবৃতি প্রদান করেছি। এতে বলা হয়, দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে ‘একাত্তরে গণহত্যা, ধর্ষণ ও নারকীয় হত্যাযজ্ঞের জন্য জামায়াত নিষিদ্ধ করতে হবে’—এমন বক্তব্য দিয়েছেন তিনি, যা সম্পূর্ণ দায়িত্বজ্ঞানহীন, দায়িত্বহীন এবং রাজনৈতিক স্বার্থপ্রণোদিত। তাঁর এমন মন্তব্য স্পষ্ট করে বোঝায়, তিনি কারো মনোভাব পেতে জামায়াতে ইসলামী বিরোধী অপপ্রচারে লিপ্ত। তাঁর কথায় কর্তৃত্ববাদী ও আওয়ামী ফ্যাসিস্টদের সুর শোনা যায়। আমি এ ধরনের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। মাওলানা আবদুল হালিম বলেন, জামায়াতের বিরুদ্ধে ‘মানবতাবিরোধী অপরাধ’ বা ‘একাত্তরের হত্যাযজ্ঞে সম্পৃক্ততা’ সংক্রান্ত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং রাজনৈতিক হীনমন্যতার ফলাফল। স্বাধীনতার পর থেকে বিভিন্ন সময়ে দেশের রাজনৈতিক বিরোধীদের নিশ্চিহ্ন করার জন্য জামায়াতকে টার্গেট করে অপপ্রচার চালানো হয়েছে। কিন্তু এখন জাতি এসব মিথ্যাচারের বিষয়ে সচেতন। তিনি আরও বলেন, বিএনপি উপদেষ্টার দায়িত্বে থাকা অবস্থায় আলালের এই বিভাজনমূলক বক্তব্য জাতীয় ঐক্যের জন্য ক্ষতিকর। আমি তাদের নেতৃবৃন্দের অতীত কর্মকাণ্ডের দিকে তাকানোর আহ্বান জানাচ্ছি। যখন দেশের রাজনৈতিক সংকট সমাধানে জাতীয় ঐক্য ও পারস্পরিক সহনশীলতার প্রয়োজন, তখন এ ধরনের উসকানিমূলক মন্তব্য অপ্রত্যাশিত ও অশোভন। মাওলানা আবদুল হালিম বলেন, জামায়াতে ইসলাম বাংলাদেশে একটি নিবন্ধিত রাজনৈতিক দল, যার নীতি ও আদর্শ ইসলামী মূল্যবোধ, ন্যায়নীতি ও জনগণের কল্যাণে উৎসর্গিত। জামায়াত সবসময় দেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সুতরাং, জামায়াতের উপর নিষেধাজ্ঞা চাপানোর দাবি অযৌক্তিক, অগণতান্ত্রিক ও বিদ্বেষমূলক। ভবিষ্যতে জাতীয় ঐক্য বিনষ্টকারী ও বিভাজন সৃষ্টিকারী, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর বক্তব্য দেওয়া থেকে বিরত থাকার জন্য আমি মোয়াজ্জেম হোসেন আলালের প্রতি আহ্বান জানাচ্ছি।
প্রিন্ট
















