খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে সুখবর দিলেন তথ্য উপদেষ্টা
ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ইউপি সদস্যের গলাকাটা মরদেহ উদ্ধার
শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা অন্তত ১৯৩
ইসরায়েলি প্রেসিডেন্টের কাছে ক্ষমা চাইলেন নেতানিয়াহু
হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে গেলেন তামিম ইকবাল
নোয়াখালীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া
মসজিদে বিয়ে ও সমালোচনা নিয়ে মুখ খুললেন শবনম ফারিয়া
দেশে বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম
ইসরায়েলি হামলার গাজায় নিহত ৭০ হাজারের বেশি
খাদ্য অধিদপ্তরের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস
মনোনয়ন না পেয়ে সীতাকুণ্ডে সড়ক অবরোধ
- আপডেট সময় ০৯:৪৯ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫
- / ১৭ বার পড়া হয়েছে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দলীয় মনোনয়ন না পাওয়ায় চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক অবরোধ করেছেন বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর সমর্থকরা। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের ফৌজদারহাট ও ভাটিয়ারিসহ বিভিন্ন স্থান থেকে তারা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ ও অবরোধ শুরু করেন। এর ফলে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এর আগে বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩৭টি আসনের জন্য প্রার্থীদের নাম ঘোষণা করেন। চট্টগ্রামের ১৬ আসনের মধ্যে ১০টির প্রার্থী প্রকাশ করা হলেও চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে আসলাম চৌধুরীকে মনোনয়ন দেওয়া হয়নি। দলের তরফ থেকে এই আসনে প্রার্থী হিসেবে কাজী সালাউদ্দিনের নাম ঘোষণা করা হয়। খবর জানাজানি হওয়ার পর থেকেই ক্ষুব্ধ অনুগামীরা রাস্তায় নেমে বিক্ষোভে অংশ নেন। বিক্ষোভকারীরা বলেন, আসলাম চৌধুরী একজন ত্যাগী নেতা, তিনি দীর্ঘদিন কারাভোগ করেছেন বিএনপির জন্য। তাকে মনোনয়ন না দিয়ে দল অন্যায় করেছে। দ্রুত সিদ্ধান্ত না পরিবর্তন করলে তারা কঠোর আন্দোলনে নামবেন বলে হুঁশিয়ারি দেন। সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমান বলেন, আসলাম চৌধুরীর সমর্থকেরা মহাসড়ক অবরোধ করেছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য চেষ্টা চালাচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। চট্টগ্রামের ১৬টি আসনের মধ্যে এ পর্যন্ত বিএনপি ১০টিতে প্রার্থী ঘোষণা করেছে। বাকি ৬টির প্রার্থীর নাম পরে জানানো হবে বলে দলটি জানিয়েছে।
প্রিন্ট
















