খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে সুখবর দিলেন তথ্য উপদেষ্টা
ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ইউপি সদস্যের গলাকাটা মরদেহ উদ্ধার
শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা অন্তত ১৯৩
ইসরায়েলি প্রেসিডেন্টের কাছে ক্ষমা চাইলেন নেতানিয়াহু
হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে গেলেন তামিম ইকবাল
নোয়াখালীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া
মসজিদে বিয়ে ও সমালোচনা নিয়ে মুখ খুললেন শবনম ফারিয়া
দেশে বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম
ইসরায়েলি হামলার গাজায় নিহত ৭০ হাজারের বেশি
খাদ্য অধিদপ্তরের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস
মনোনয়নকে ঘিরে সহিংসতা, সীতাকুণ্ডে বিএনপির চার নেতাকে বহিষ্কার
- আপডেট সময় ০৬:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
- / ১৫ বার পড়া হয়েছে
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি ২৩৭টি আসনের সম্ভাব্য প্রার্থীদের নাম প্রকাশ করেছে। তবে দলীয় এই মনোনয়নপ্রাপ্তদের মধ্যে জনস্বার্থের পরিপন্থী কার্যকলাপে জড়িয়ে পড়ায় চারজন নেতাকর্মীকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব স্তরের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সোমবার সন্ধ্যার পর চট্টগ্রাম উত্তর জেলাধীন সীতাকুণ্ডে দলীয় মনোনয়নসংক্রান্ত আলোচনা চলাকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কদমরসুল, ভাটিয়ারী বাজার ও জলিল গেট এলাকায় সহিংসতা, হানাহানি ও রাস্তা অবরোধসহ নানা জনস্বার্থ বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হওয়ার জন্য (যা আসলাম চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত) সীতাকুণ্ড উপজেলা সেচ্ছাসেবক দলের সভাপতি আলাউদ্দিন মনির, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন বাবর, সীতাকুণ্ড পৌরসভার আহ্বায়ক মামুন এবং সোনাইছড়ীর যুবদলের সাধারণ সম্পাদক মমিন উদ্দিন মিন্টুকে দলের সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
এর আগে, সোমবার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রার্থী ঘোষণা করার আগে দুপুর সাড়ে বারোটায় জরুরি বৈঠক বসেন বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্যরা। প্রায় পাঁচ ঘণ্টা চলা এই বৈঠকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই বৈঠকের উদ্দেশ্য ছিল নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থী চূড়ান্ত করা ও চলমান রাজনৈতিক পরিস্থিতিতে করণীয় নির্ধারণ।
২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ লক্ষ্যে নির্বাচন কমিশন ব্যাপক প্রস্তুতি নিচ্ছে। ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচনের তফসিল ঘোষণা করার পরিকল্পনা রয়েছে।
প্রিন্ট
















