খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে সুখবর দিলেন তথ্য উপদেষ্টা
ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ইউপি সদস্যের গলাকাটা মরদেহ উদ্ধার
শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা অন্তত ১৯৩
ইসরায়েলি প্রেসিডেন্টের কাছে ক্ষমা চাইলেন নেতানিয়াহু
হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে গেলেন তামিম ইকবাল
নোয়াখালীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া
মসজিদে বিয়ে ও সমালোচনা নিয়ে মুখ খুললেন শবনম ফারিয়া
দেশে বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম
ইসরায়েলি হামলার গাজায় নিহত ৭০ হাজারের বেশি
খাদ্য অধিদপ্তরের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস
এটিই আমার শেষ নির্বাচন : মির্জা ফখরুল
- আপডেট সময় ০১:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
- / ১৯ বার পড়া হয়েছে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে দলীয় মনোনয়ন পেয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক আবেগপ্রবণ স্ট্যাটাস প্রকাশ করেছেন। মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে এই স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, এটি তার শেষ নির্বাচনি প্রচেষ্টা। তিনি মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে লেখেন, “মহান আল্লাহর দয়া ও রহমতে বিএনপি আমাকে ঠাকুরগাঁও ১ আসনে মনোনীত করেছে! আমি বেগম খালেদা জিয়া, তারেক রহমানসহ সকল নেতা ও নেত্রীকে আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। দলের সকল কর্মীকে ধন্যবাদ জানাই, আজীবন আমার পাশে থাকার জন্য!” রাজনীতিতে ফিরে আসার আগে তার ব্যক্তিগত জীবন ও ত্যাগের স্মৃতি শেয়ার করে মির্জা ফখরুল বলেন, “আমরা যারা দীর্ঘদিন রাজনীতি করেছি, জেলে গিয়েছি, তাদের নিজস্ব গল্প আছে! অনেকেই তা জানে না। আমি যখন ১৯৮৭ সালে সিদ্ধান্ত নিলাম, আবার রাজনীতিতে ফিরব, তখন আমার মেয়ে দুটো ছিল খুবই ছোট—ঢাকায় পড়ত। আমার স্ত্রীর বয়স তখন খুব কম ছিল। প্রথমে তিনি স্তম্ভিত হয়ে গিয়েছিলেন! বুঝতে পারছিলেন না, কি ভয়াবহ অনিশ্চিত জীবনে পা রাখছেন!” তিনি আরও জানান, তার স্ত্রী একাই দুই মেয়েকে স্কুল ও চিকিৎসকের কাছে নিয়ে গিয়েছিলেন। বড় মেয়ের অপারেশনের সময়ের কথা স্মরণ করে তিনি লেখেন, “আমি সারারাত গাড়ির মধ্যে ঢাকার পথে ছিলাম, যাতে মেয়ের পাশে থাকতে পারি। এত কষ্টের মধ্যেও আমি মসজিদে ছিলাম, যখন আমার মেয়ের অপারেশন চলছিল।” তিনি বলেন, এই গল্পগুলো অন্য কোনো দিন বলবেন, যদি আল্লাহ চান।
বিএনপি মহাসচিব আরও জানান, “এই নির্বাচন আমার শেষ নির্বাচন!” যারা মনোনয়ন পাননি, তাদের উদ্দেশ্যে তিনি আশ্বাস দিয়ে বলেন, “যারা মনোনয়ন পাননি, বিশ্বাস রাখুন, ইনশাআল্লাহ দল আপনাদের যথাযথ দায়িত্ব ও সম্মান দেবে!” তিনি সবাইকে দোয়া করতে অনুরোধ জানিয়ে বলেন, “আপনাদের সবাই আমার জন্য দোয়া করবেন, আমাদের দলের প্রতিটি নেতা-কর্মীর জন্য দোয়া করবেন। আমরা সবাই একসঙ্গে আপনাদের পাশে থাকব, ইনশাআল্লাহ!”
প্রিন্ট
















