, সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
নোটিশ :
সংবাদের বিষয়ে কিছু জানাতে ইমেইল করুন [email protected] ঠিকানায়

বিএনপিতে যোগদানের পর রেজা কিবরিয়ার বার্তা

নিউজ ডেস্ক
  • আপডেট সময় ০৭:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
  • / ১৩ বার পড়া হয়েছে

অর্থনীতিবিদ ও রাজনীতিবিদ রেজা কিবরিয়া সম্প্রতি বিএনপিতে অন্তর্ভুক্ত হয়েছেন। তিনি দলের প্রাথমিক সদস্যপদ ফর্ম পূরণ করেছেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি হবিগঞ্জ-১ আসনে ধানের শীষ প্রতীকে প্রার্থী হওয়ার সম্ভাবনা প্রকাশ করেছেন। বুধবার (৫ নভেম্বর) সংবাদমাধ্যমকে এই বিষয়টি নিশ্চিত করেন রেজা কিবরিয়া। তিনি আরো বলেন, আসন্ন নির্বাচনে হবিগঞ্জ-১ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করার পরিকল্পনা রয়েছে তার। তবে এ বিষয়ে বিএনপির পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। উল্লেখ্য, এই আসনটি এখনো বিএনপির জন্য ফাঁকা রাখা হয়েছে এবং তারা এখনো কোন প্রার্থী ঘোষণা করেনি। এই প্রসঙ্গে রেজা কিবরিয়া বলেন, ‘আমি ইতোমধ্যে বিএনপিতে যোগদান করেছি। প্রাথমিক সদস্যপদ ফর্মও পূরণ করেছি। কিছু দিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে দলের সাথে যুক্ত হবো। আমি অবশ্যই ধানের শীষে নির্বাচন করব আমার এলাকার জন্য। ২০১৮ সালের নির্বাচনের সময়ও আমি ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে হবিগঞ্জ-১ থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেছিলাম।’ এর আগে, ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের কিছুদিন আগে রেজা কিবরিয়া গণফোরামে যোগ দেন। তিনি দলের সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেন। ঐক্যফ্রন্টের ব্যানারে ওই নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে অংশগ্রহণ করেছিলেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

বিএনপিতে যোগদানের পর রেজা কিবরিয়ার বার্তা

আপডেট সময় ০৭:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫

অর্থনীতিবিদ ও রাজনীতিবিদ রেজা কিবরিয়া সম্প্রতি বিএনপিতে অন্তর্ভুক্ত হয়েছেন। তিনি দলের প্রাথমিক সদস্যপদ ফর্ম পূরণ করেছেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি হবিগঞ্জ-১ আসনে ধানের শীষ প্রতীকে প্রার্থী হওয়ার সম্ভাবনা প্রকাশ করেছেন। বুধবার (৫ নভেম্বর) সংবাদমাধ্যমকে এই বিষয়টি নিশ্চিত করেন রেজা কিবরিয়া। তিনি আরো বলেন, আসন্ন নির্বাচনে হবিগঞ্জ-১ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করার পরিকল্পনা রয়েছে তার। তবে এ বিষয়ে বিএনপির পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। উল্লেখ্য, এই আসনটি এখনো বিএনপির জন্য ফাঁকা রাখা হয়েছে এবং তারা এখনো কোন প্রার্থী ঘোষণা করেনি। এই প্রসঙ্গে রেজা কিবরিয়া বলেন, ‘আমি ইতোমধ্যে বিএনপিতে যোগদান করেছি। প্রাথমিক সদস্যপদ ফর্মও পূরণ করেছি। কিছু দিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে দলের সাথে যুক্ত হবো। আমি অবশ্যই ধানের শীষে নির্বাচন করব আমার এলাকার জন্য। ২০১৮ সালের নির্বাচনের সময়ও আমি ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে হবিগঞ্জ-১ থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেছিলাম।’ এর আগে, ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের কিছুদিন আগে রেজা কিবরিয়া গণফোরামে যোগ দেন। তিনি দলের সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেন। ঐক্যফ্রন্টের ব্যানারে ওই নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে অংশগ্রহণ করেছিলেন।


প্রিন্ট