খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে সুখবর দিলেন তথ্য উপদেষ্টা
ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ইউপি সদস্যের গলাকাটা মরদেহ উদ্ধার
শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা অন্তত ১৯৩
ইসরায়েলি প্রেসিডেন্টের কাছে ক্ষমা চাইলেন নেতানিয়াহু
হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে গেলেন তামিম ইকবাল
নোয়াখালীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া
মসজিদে বিয়ে ও সমালোচনা নিয়ে মুখ খুললেন শবনম ফারিয়া
দেশে বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম
ইসরায়েলি হামলার গাজায় নিহত ৭০ হাজারের বেশি
খাদ্য অধিদপ্তরের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস
জিয়াউর রহমানের ক্ষমতায় আসা দেশের জন্য ছিল টার্নিং পয়েন্ট: মির্জা ফখরুল
- আপডেট সময় ১১:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫
- / ১২ বার পড়া হয়েছে
সিপাহী-জনতার সংগ্রামের মাধ্যমে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের শাসন প্রতিষ্ঠা দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ মোড় পরিবর্তন ছিল বলে উল্লেখ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (৭ নভেম্বর) সকালে ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসের উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিতে নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিএনপি মহাসচিবের নেতৃত্বে কেন্দ্রীয় নেতারা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। দোয়া ও মোনাজাতের পর সংবাদ মাধ্যমে বক্তব্য রাখতে গিয়ে মির্জা ফখরুল বলেন, ঐতিহাসিক ৭ নভেম্বর জনগণের গণবিরোধের মাধ্যমে একচ্ছত্র আধিপত্যের চক্রান্তকে ব্যর্থ করে দেয়। সিপাহী-জনতার এই বিপ্লবের ফলে রাষ্ট্রনেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসন প্রতিষ্ঠা দেশের জন্য ছিল এক গুরুত্বপূর্ণ মোড়। জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের সূচনা করেন। তিনি গণমাধ্যম ও সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করেন। মাত্র চার বছরের মধ্যে দেশের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে আমূল পরিবর্তন আনেন তিনি। তিনি আরও বলেন, বিচার বিভাগের স্বচ্ছতা ও স্বাধীনতা, মুক্তবাজার অর্থনীতি চালু করে বাংলাদেশের অগ্রযাত্রার ভিত্তি স্থাপন করেন জিয়াউর রহমান। এভাবেই দেশের অগ্রগতি শুরু হয়। যিনি এই ভিত্তি স্থাপন করেছিলেন, তিনি আজকের বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। দেশের অগ্রগতির জন্য চিরকাল স্মরণীয় এই মানুষটি দেশের ভিত্তি গড়ে গেছেন। বিএনপি মহাসচিব বলেন, ২৪শে গণঅভ্যুত্থানের পর বিভিন্ন ধরনের অপচেষ্টা ও চক্রান্ত চলছে গণতন্ত্রকে দমন করার জন্য। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে শত্রু চক্রান্ত রুখে দাড়ানোর আহ্বান জানান তিনি। জিয়াউর রহমানের দেখানো পথ অনুসরণ করে দেশকে এগিয়ে নিতে সকলের প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব।
প্রিন্ট
















