খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে সুখবর দিলেন তথ্য উপদেষ্টা
ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ইউপি সদস্যের গলাকাটা মরদেহ উদ্ধার
শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা অন্তত ১৯৩
ইসরায়েলি প্রেসিডেন্টের কাছে ক্ষমা চাইলেন নেতানিয়াহু
হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে গেলেন তামিম ইকবাল
নোয়াখালীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া
মসজিদে বিয়ে ও সমালোচনা নিয়ে মুখ খুললেন শবনম ফারিয়া
দেশে বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম
ইসরায়েলি হামলার গাজায় নিহত ৭০ হাজারের বেশি
খাদ্য অধিদপ্তরের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস
বাংলাদেশের সঙ্গে উত্তেজনা চায় না ভারত: রাজনাথ সিং
- আপডেট সময় ১২:০৫ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫
- / ২১ বার পড়া হয়েছে
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের শীর্ষ উপদেষ্টা অধ্যাপক ড. মুহম্মদ ইউনূসের শব্দচয়ন নিয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেন, ভারত বাংলাদেশের সঙ্গে উত্তেজনা চায় না। গতকাল ভারতের সাংবাদিক ও সংবাদমাধ্যম নেটওয়ার্ক ১৮ গ্রুপের প্রধান সম্পাদক রাহুল জোশিকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে রাজনাথ এসব কথা বলেন। সেই সাক্ষাৎকারের এক অংশে ভারত-বাংলাদেশের সাম্প্রতিক সম্পর্কের বিষয়ে আলোচনা ছিল। প্রতিরক্ষা মন্ত্রী উল্লেখ করেন, ‘আমরা বাংলাদেশের সঙ্গে উত্তেজনা চাই না। তবে ইউনূসের (বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহম্মদ ইউনূস) উচিত হবে সতর্ক থাকাটা—নিজের বিবৃতির শব্দচয়ন নিয়ে। আমি আরও বলতে চাই—ভারত যে কোনও চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম; কিন্তু মূল লক্ষ্য হলো প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা।’ ২০২৪ সালের জুলাই আন্দোলনের পর গঠিত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহম্মদ ইউনূসের সঙ্গে শুরু থেকেই ভারতের কেন্দ্রীয় সরকারের অস্থিরতা চলছে। সাম্প্রতিক কিছু ঘটনায় এই অস্থিরতা আরও বাড়ছে বলে মনে হয়। সম্প্রতি ঢাকায় পাকিস্তানের সেনাবাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফস কমিটি (সিজিসিএসসি)-এর চেয়ারম্যান জেনারেল সাহির শামশাদ মির্জা ও তুরস্কের পাঁচ সদস্যের পার্লামেন্টের প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছেন ড. মুহম্মদ ইউনূস। উভয় দেশের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্ক তিক্ত। তুর্কি পার্লামেন্টের প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন তুরস্কের এমপি মেহমেত আকিফ ইলমাজ। গত সপ্তাহের শুরুতে তাদের সঙ্গে সাক্ষাৎ ও বৈঠক হয় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধানের। সাক্ষাৎ শেষে তুর্কি প্রতিনিধিদলের সব সদস্যকে এক কপি করে ‘আর্ট অব ট্রায়াম্ফ’ নামে একটি বই উপহার দেন মুহম্মদ ইউনূস। এই বই মূলত ২০২৪ সালের জুলাই-আগস্ট আন্দোলনের সময়ের ছবি, গ্রাফিতি ও সম্পর্কিত বিভিন্ন বিষয়বস্তুর সংকলন। তবে সংবাদমাধ্যম নিউজ ১৮-এর অভিযোগ— এই সংকলনে ‘গ্রেটার বাংলাদেশ’ নামে একটি মানচিত্রের ছবি রয়েছে, যেখানে ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য আসামকে বাংলাদেশের অংশ হিসেবে দেখানো হয়েছে। নিউজ ১৮-এর দাবি— আসাম দখল বিষয়ক পরিকল্পনা ও যুদ্ধের পরবর্তী পরিস্থিতি নিয়েও এই সংকলনে বিস্তারিত রয়েছে।
সূত্র: ফার্স্টপোস্ট
প্রিন্ট














