বেগম খালেদা জিয়াকে সুস্থ করতে আপ্রাণ চেষ্টা করছেন চিকিৎসকরা: মির্জা ফখরুল
সেন্টমার্টিন গেল ৩ জাহাজ, পর্যটক ১১০০
সহকারী সচিব পদে পদোন্নতি পেলেন ২২ কর্মকর্তা
জানা গেল মেট্রোরেলের ছাদে ওঠা সেই কিশোরের নাম
ভোক্তা পর্যায়ে পেট্রোল-ডিজেলের দাম কমালো পাকিস্তান
বিএনপিতে যোগ দিতে পেরে আমি গর্বিত: রেজা কিবরিয়া
ঢাবিতে জমকালো বিজয় র্যালি
জানা গেলো ২০২৬ সালের প্রথম সূর্য ও চন্দ্রগ্রহণ কবে
আসছে শুভ-ঐশীর ‘নূর’
ছিনতাইয়ের শিকার অভিনেত্রী রাজ রিপা, খোয়ালেন আইফোন
ঝালকাঠিতে জেলা আ. লীগের সহ সভাপতিসহ তিন নেতা কারাগারে
- আপডেট সময় ০৪:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
- / ১৪ বার পড়া হয়েছে
ঝালকাঠিতে জেলা বিএনপির কার্যালয় ভাঙচুর ও বিস্ফোরক আইনে দায়ের মামলায় তিনজন জেলা আওয়ামী লীগের নেতাকে কারাগারে পাঠিয়েছে আদালত। মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে ঝালকাঠি সিনিয়র জেলা ও দায়রা জজ মো. রহিবুল ইসলাম তাদের জামিন বাতিল করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। ঝালকাঠি জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর মাহেব হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। কারাগারে পাঠানো নেতাদের মধ্যে রয়েছেন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি সালাউদ্দিন আহমেদ সালেক, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি মাহবুব হোসেন এবং ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও জেলা বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য মাহবুবার রহমান তালুকদার। পাবলিক প্রসিকিউটর মাহেব হোসেন জানান, গত বছর ১১ নভেম্বর সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ জিয়াউল ইসলাম একটি বিস্ফোরক আইনে মামলা করেন। মামলায় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমুসহ মোট ৫৯ জন নেতাকর্মীকে আসামি করা হয়। এজাহারে জানা যায়, ২০২১ সালের ৪ অক্টোবর সন্ধ্যায় শহরের ইউসুফ কমিশনার সড়কের তৎকালীন জেলা বিএনপির কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, সাবেক সাংসদ আমির হোসেন আমুর নির্দেশে এই ভাঙচুরে অংশ নিয়েছিল আসামিরা। পিপি মাহেব হোসেন আরও বলেন, হাইকোর্টের ছয় সপ্তাহের জামিন শেষে আজ মঙ্গলবার নেতারা জেলা ও দায়রা জজ আদালতে হাজির হন। আদালত তাদের জামিন বাতিল করে কারাগারে প্রেরণের আদেশ দেন।
প্রিন্ট























