, সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
নোটিশ :
সংবাদের বিষয়ে কিছু জানাতে ইমেইল করুন [email protected] ঠিকানায়

পিরোজপুরে অটোচালক হৃদয় হত্যার প্রতিবাদে মানববন্ধন

নিউজ ডেস্ক
  • আপডেট সময় ০৯:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
  • / ১৭ বার পড়া হয়েছে

পিরোজপুরের মঠবাড়িয়ায় অটোচালক কিশোর হৃদয়ের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে উপজেলার বহেড়াতলা ব্রিজের পাশে এই মানববন্ধনে অংশ নেন নিহত হৃদয়এর বাবা আলমগীর হোসেন, পরিবারের সদস্যরা, শিক্ষার্থী সহ স্থানীয় সাধারণ মানুষ। বক্তারা বলেন, হৃদয় হত্যাকারীদের দ্রুত আটক করে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে। হৃদয় (১৭) পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার হালতা গুলিশাখালি ইউনিয়নের ১নং ওয়ার্ডের কবুতরখালী গ্রামের আলমগীর হোসেনের ছেলে। পরিবার জানায়, ১৯ অক্টোবর বিকেলে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয় হৃদয়, এরপর থেকে সে আর ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজির পরও কোনো সন্ধান না পেয়ে পরিবার মঠবাড়িয়া থানায় সাধারণ ডায়েরি করে। নিখোঁজের পর রাতে হৃদয়ের মোবাইল ফোনে কল করলে এক অজ্ঞাত ব্যক্তি ফোন রিসিভ করে মুক্তিপণ দাবি করে বলে পরিবারের সদস্যরা জানান। এতে পরিবারের মধ্যে ব্যাপক উদ্বেগ সৃষ্টি হয়। তিন দিন পরে, ২১ অক্টোবর বিকেলে বহেড়াতলা ব্রিজের কাছ থেকে হৃদয়ের মরদেহ উদ্ধার করে পুলিশ। মঠবাড়িয়া থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. আব্দুল হালিম বলেন, “ময়নাতদন্তের রিপোর্ট এলে বিস্তারিত জানা যাবে।” তবে এক সপ্তাহ পার হলেও পুলিশ এখনও কাউকে গ্রেপ্তার করে নাই।


প্রিন্ট
ট্যাগস

নিউজটি শেয়ার করুন

পিরোজপুরে অটোচালক হৃদয় হত্যার প্রতিবাদে মানববন্ধন

আপডেট সময় ০৯:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫

পিরোজপুরের মঠবাড়িয়ায় অটোচালক কিশোর হৃদয়ের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে উপজেলার বহেড়াতলা ব্রিজের পাশে এই মানববন্ধনে অংশ নেন নিহত হৃদয়এর বাবা আলমগীর হোসেন, পরিবারের সদস্যরা, শিক্ষার্থী সহ স্থানীয় সাধারণ মানুষ। বক্তারা বলেন, হৃদয় হত্যাকারীদের দ্রুত আটক করে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে। হৃদয় (১৭) পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার হালতা গুলিশাখালি ইউনিয়নের ১নং ওয়ার্ডের কবুতরখালী গ্রামের আলমগীর হোসেনের ছেলে। পরিবার জানায়, ১৯ অক্টোবর বিকেলে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয় হৃদয়, এরপর থেকে সে আর ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজির পরও কোনো সন্ধান না পেয়ে পরিবার মঠবাড়িয়া থানায় সাধারণ ডায়েরি করে। নিখোঁজের পর রাতে হৃদয়ের মোবাইল ফোনে কল করলে এক অজ্ঞাত ব্যক্তি ফোন রিসিভ করে মুক্তিপণ দাবি করে বলে পরিবারের সদস্যরা জানান। এতে পরিবারের মধ্যে ব্যাপক উদ্বেগ সৃষ্টি হয়। তিন দিন পরে, ২১ অক্টোবর বিকেলে বহেড়াতলা ব্রিজের কাছ থেকে হৃদয়ের মরদেহ উদ্ধার করে পুলিশ। মঠবাড়িয়া থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. আব্দুল হালিম বলেন, “ময়নাতদন্তের রিপোর্ট এলে বিস্তারিত জানা যাবে।” তবে এক সপ্তাহ পার হলেও পুলিশ এখনও কাউকে গ্রেপ্তার করে নাই।


প্রিন্ট