, সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
নোটিশ :
সংবাদের বিষয়ে কিছু জানাতে ইমেইল করুন [email protected] ঠিকানায়

পিরোজপুরে আ. লীগ নেতার জামায়াতে যোগদান

নিউজ ডেস্ক
  • আপডেট সময় ১২:০৭ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫
  • / ১৬ বার পড়া হয়েছে

‘আমি পূর্বে আওয়ামী লীগ করতাম, এখন জামায়াতে যোগদান করেছি। বয়স বেশি নয়। এখন আমার বয়স সত্তর। তাই জীবনের শেষ পর্যায়ে একটি ইসলামী দলের সঙ্গে থেকে মৃত্যুবরণ করতে চাই’—এমন মন্তব্য করেছেন পিরোজপুরের নেছারাবাদ উপজেলার গুয়ারেখা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল লতিফ ওরফে লতিফ সেক্রেটারি। শুক্রবার (৩১ অক্টোবর) রাতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। আব্দুল লতিফ বলেন, ‘আওয়ামী লীগ বর্তমানে চাঁদাবাজ ও সন্ত্রাসীদের সংগঠন হয়ে গেছে। তাই আমি বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছি। এখানে চাঁদাবাজি বা সন্ত্রাসের কোনও স্থান নেই। এখন থেকে আমি আল্লাহর পথে চলতে চাই। প্রতিদিন কত রাকাত নামাজ পড়ছি, কতটা কুরআন ও হাদিস পাঠ করছি, তার হিসাব রাখতে হবে।’ স্থানীয় সূত্রে জানা গেছে, গুয়ারেখা ইউনিয়ন মূলত হিন্দু ধর্মাবলম্বীদের আধিপত্যে পরিপূর্ণ এলাকা। সাম্প্রতিক সময়ে এই ইউনিয়নের কিছু প্রবীণ আওয়ামী লীগ নেতা জামায়াতের দিকে ঝুঁকছেন। গুয়ারেখা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মো. মহিব্বুল্লাহ বলেন, ‘আমাদের ইউনিয়নে জামায়াতের উপস্থিতি দিনে দিনে শক্তিশালী হয়ে উঠছে। অনেকেই আমাদের দলে যোগ দিতে আগ্রহী, তবে যাচাই-বাছাই শেষে সদস্যপদ দেওয়া হয়। এলাকাটি হিন্দু ধর্মাবলম্বীদের হলেও বেশ কিছু সম্মানিত হিন্দু নাগরিকও আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন।’ তিনি আরও বলেন, ‘আব্দুল লতিফ সেক্রেটারি আমাদের দলের প্রাথমিক সদস্যপদ ফরম পূরণ করেছেন। পাশাপাশি নিরঞ্জন হালদার নামে একজন স্কুল শিক্ষকও সম্প্রতি আমাদের দলে এসেছেন। শীঘ্রই তাদের আনুষ্ঠানিক সদস্যপদ দেওয়া হবে।’ স্থানীয় রাজনৈতিক মহলে আওয়ামী লীগের সহ-সভাপতির হঠাৎ জামায়াতে যোগদান নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা চলছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

পিরোজপুরে আ. লীগ নেতার জামায়াতে যোগদান

আপডেট সময় ১২:০৭ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫

‘আমি পূর্বে আওয়ামী লীগ করতাম, এখন জামায়াতে যোগদান করেছি। বয়স বেশি নয়। এখন আমার বয়স সত্তর। তাই জীবনের শেষ পর্যায়ে একটি ইসলামী দলের সঙ্গে থেকে মৃত্যুবরণ করতে চাই’—এমন মন্তব্য করেছেন পিরোজপুরের নেছারাবাদ উপজেলার গুয়ারেখা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল লতিফ ওরফে লতিফ সেক্রেটারি। শুক্রবার (৩১ অক্টোবর) রাতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। আব্দুল লতিফ বলেন, ‘আওয়ামী লীগ বর্তমানে চাঁদাবাজ ও সন্ত্রাসীদের সংগঠন হয়ে গেছে। তাই আমি বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছি। এখানে চাঁদাবাজি বা সন্ত্রাসের কোনও স্থান নেই। এখন থেকে আমি আল্লাহর পথে চলতে চাই। প্রতিদিন কত রাকাত নামাজ পড়ছি, কতটা কুরআন ও হাদিস পাঠ করছি, তার হিসাব রাখতে হবে।’ স্থানীয় সূত্রে জানা গেছে, গুয়ারেখা ইউনিয়ন মূলত হিন্দু ধর্মাবলম্বীদের আধিপত্যে পরিপূর্ণ এলাকা। সাম্প্রতিক সময়ে এই ইউনিয়নের কিছু প্রবীণ আওয়ামী লীগ নেতা জামায়াতের দিকে ঝুঁকছেন। গুয়ারেখা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মো. মহিব্বুল্লাহ বলেন, ‘আমাদের ইউনিয়নে জামায়াতের উপস্থিতি দিনে দিনে শক্তিশালী হয়ে উঠছে। অনেকেই আমাদের দলে যোগ দিতে আগ্রহী, তবে যাচাই-বাছাই শেষে সদস্যপদ দেওয়া হয়। এলাকাটি হিন্দু ধর্মাবলম্বীদের হলেও বেশ কিছু সম্মানিত হিন্দু নাগরিকও আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন।’ তিনি আরও বলেন, ‘আব্দুল লতিফ সেক্রেটারি আমাদের দলের প্রাথমিক সদস্যপদ ফরম পূরণ করেছেন। পাশাপাশি নিরঞ্জন হালদার নামে একজন স্কুল শিক্ষকও সম্প্রতি আমাদের দলে এসেছেন। শীঘ্রই তাদের আনুষ্ঠানিক সদস্যপদ দেওয়া হবে।’ স্থানীয় রাজনৈতিক মহলে আওয়ামী লীগের সহ-সভাপতির হঠাৎ জামায়াতে যোগদান নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা চলছে।


প্রিন্ট