, সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
নোটিশ :
সংবাদের বিষয়ে কিছু জানাতে ইমেইল করুন [email protected] ঠিকানায়

কুয়াকাটায় ৫০ কেজি জাটকা জব্দ

নিউজ ডেস্ক
  • আপডেট সময় ০৯:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫
  • / ১৬ বার পড়া হয়েছে

পটুয়াখালীর কুয়াকাটায় নৌ পুলিশ প্রথম দিনের অভিযানে ৫০ কেজি জাটকা ইলিশ উদ্ধার করা হয়েছে। এর বাজার মূল্য প্রায় ৩৫ হাজার টাকা। শনিবার (১ নভেম্বর) সন্ধ্যায় কুয়াকাটা সমুদ্রের তীরে এই অভিযান চালানো হয়। পরে এসব জাটকা স্থানীয় চারটি এতিমখানায় বিতরণ করা হয়। কুয়াকাটা নৌ পুলিশের এসআই মনিরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে কুয়াকাটায় বিশেষ এক অভিযান পরিচালনা করা হয়। মাছগুলো বিক্রির জন্য প্রস্তুত করা হচ্ছিল। পরবর্তীতে মাছগুলো জব্দ করে উপজেলা সহকারী কমিশনার ভূমি (ইয়াসীন সাদিক) এর সামনে এতিমদের মধ্যে বিতরণ করা হয়। এ বিষয়ে জানতে চাইলে সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদিক বলেন, ১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত জাটকা ধরা সম্পূর্ণ নিষিদ্ধ। ১০ ইঞ্চি বা ২৫ সেমির কম আকারের ইলিশই জাটকা হিসেবে বিবেচিত হয়। মাছের সংরক্ষণ ও সুরক্ষা আইন, ১৯৫০ এর ধারা ৪ ও ৫(১) অনুযায়ী এটি দণ্ডনীয় অপরাধ। এর জন্য সর্বোচ্চ ৫ লক্ষ টাকা জরিমানা বা ২ বছর কারাদণ্ড বা উভয় দণ্ডের ব্যবস্থা রয়েছে। পরিবহনকারী ব্যক্তিকে দুই হাজার টাকা জরিমানা করে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। জাটকা নিধন রোধে নিয়মিত অভিযান চালানো হবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

কুয়াকাটায় ৫০ কেজি জাটকা জব্দ

আপডেট সময় ০৯:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫

পটুয়াখালীর কুয়াকাটায় নৌ পুলিশ প্রথম দিনের অভিযানে ৫০ কেজি জাটকা ইলিশ উদ্ধার করা হয়েছে। এর বাজার মূল্য প্রায় ৩৫ হাজার টাকা। শনিবার (১ নভেম্বর) সন্ধ্যায় কুয়াকাটা সমুদ্রের তীরে এই অভিযান চালানো হয়। পরে এসব জাটকা স্থানীয় চারটি এতিমখানায় বিতরণ করা হয়। কুয়াকাটা নৌ পুলিশের এসআই মনিরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে কুয়াকাটায় বিশেষ এক অভিযান পরিচালনা করা হয়। মাছগুলো বিক্রির জন্য প্রস্তুত করা হচ্ছিল। পরবর্তীতে মাছগুলো জব্দ করে উপজেলা সহকারী কমিশনার ভূমি (ইয়াসীন সাদিক) এর সামনে এতিমদের মধ্যে বিতরণ করা হয়। এ বিষয়ে জানতে চাইলে সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদিক বলেন, ১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত জাটকা ধরা সম্পূর্ণ নিষিদ্ধ। ১০ ইঞ্চি বা ২৫ সেমির কম আকারের ইলিশই জাটকা হিসেবে বিবেচিত হয়। মাছের সংরক্ষণ ও সুরক্ষা আইন, ১৯৫০ এর ধারা ৪ ও ৫(১) অনুযায়ী এটি দণ্ডনীয় অপরাধ। এর জন্য সর্বোচ্চ ৫ লক্ষ টাকা জরিমানা বা ২ বছর কারাদণ্ড বা উভয় দণ্ডের ব্যবস্থা রয়েছে। পরিবহনকারী ব্যক্তিকে দুই হাজার টাকা জরিমানা করে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। জাটকা নিধন রোধে নিয়মিত অভিযান চালানো হবে।


প্রিন্ট