খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে সুখবর দিলেন তথ্য উপদেষ্টা
ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ইউপি সদস্যের গলাকাটা মরদেহ উদ্ধার
শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা অন্তত ১৯৩
ইসরায়েলি প্রেসিডেন্টের কাছে ক্ষমা চাইলেন নেতানিয়াহু
হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে গেলেন তামিম ইকবাল
নোয়াখালীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া
মসজিদে বিয়ে ও সমালোচনা নিয়ে মুখ খুললেন শবনম ফারিয়া
দেশে বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম
ইসরায়েলি হামলার গাজায় নিহত ৭০ হাজারের বেশি
খাদ্য অধিদপ্তরের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস
শিশিরভেজা সকালে বাজার পরিদর্শনে হাসনাত আব্দুল্লাহ, শাপলা দিয়ে বরণ
- আপডেট সময় ০৫:০৯ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫
- / ২৬ বার পড়া হয়েছে
পটুয়াখালীর কলাপাড়া পাখিমারা কাঁচাবাজারে শিশিরভেজা সকালে কৃষকদের খোঁজ নিতে যান এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। রোববার (২ নভেম্বর) সকালে কৃষি বাজার পরিদর্শনকালে তিনি কৃষকদের সাথে সাক্ষাত করেন এবং দলের সঙ্গে থাকার আহ্বান জানান, দলের দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। এই আগমনের খবর শুনে স্থানীয় কৃষক ও সাধারণ মানুষ এক ধরনের খুশির জোয়ারে ভাসে। প্রিয় নেতাকে দেখার জন্য কৃষকরা তরতাজা ফোটা শাপলা ফুল দিয়ে শুভেচ্ছা জানান। অনেকেই স্মৃতি সংগ্রহের জন্য সেলফি তোলায় ব্যস্ত হয়ে পড়ে। এসময় হাসনাত আব্দুল্লাহ কৃষকদের সাথে ঘনিষ্ঠভাবে মতবিনিময় করেন। পরে মাঠের নানা সমস্যা ও প্রয়োজনের বিষয়েও তিনি খোঁজ নেন। তিনি বলেন, কৃষকরাই এই দেশের প্রাণশক্তি। আপনার পরিশ্রমের ফলে দেশ টিকে, দেশ এগিয়ে যায়। আপনারাই আমাদের সবসময় পাশে থাকবেন এবং থাকব ইনশাআল্লাহ। এ সময় তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন- এনসিপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহিন, যুগ্ম সদস্য সচিব ফয়সাল মাহমুদ শান্ত, যুগ্ম মুখ্য সমন্বয়ক আরিফুর রহমান তুহিন, কেন্দ্রীয় সদস্য ও প্রধান সমন্বয়কারী (বরিশাল জেলা) আবু সাঈদ মুসা, এবং কেন্দ্রীয় সদস্য রফিকুল ইসলাম কনক। এছাড়াও জেলা সমন্বয় কমিটির সদস্য লায়ন সাইফুল্লাহ মামুন, মো. মনিরুজ্জামান, মাহাবুবুল আলম নাঈম, মোহাম্মদ আল ইমরান, মাহফুজুর রহমান মিরাজ, পাখিমারা বাজার কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান আইউব ও স্থানীয় গুণী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। হাসনাত আব্দুল্লাহর আগমন ও কৃষকদের সাথে ঘনিষ্ঠ আলাপচারিতার খবর মুহূর্তে এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে। আশপাশের মানুষ নেতাকে এক নজর দেখার জন্য ভিড় জমায়। পরে তিনি ভোলার উদ্দেশ্যে কলাপাড়া ত্যাগ করেন।
প্রিন্ট















