তারেক রহমানের ভোটার হওয়া নিয়ে যা বলছে নির্বাচন কমিশন
ডিসেম্বর মাসের এলপি গ্যাসের দাম নির্ধারণ কবে, জানালো বিইআরসি
বেগম জিয়ার অবস্থা ক্রিটিক্যাল: আজম খান
ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে স্পষ্ট বার্তা প্রেসসচিবের
মানিকগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের আগুন
মাথা উঁচু করে দাঁড়াবে বিচার বিভাগ: শিশির মনির
গ্রেড নিয়ে শিক্ষকদের বড় সুখবর দিলেন উপদেষ্টা
১০ শতাংশ কমেছে মেট্রোরেলের যাত্রী: ডিএমটিসিএল এমডি
সেন্টমার্টিন থেকে আসার পথে স্পিডবোট ডুবে মা-মেয়ের মৃত্যু
শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড় ‘ডিটওয়া’য় প্রাণহানিতে প্রধান উপদেষ্টার শোক
বন্দুক ঠেকিয়ে এতিমখানার ১২ গরু লুট
- আপডেট সময় ০৭:৩০ পূর্বাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫
- / ১৫ বার পড়া হয়েছে
কুমিল্লার লাকসামে একটি এতিমখানার গরুর খামারে তিন মাসে দুইবার অস্ত্রের মুখে ১২টি গরু লুটের ঘটনা ঘটেছে। এই দুই দফায় ডাকাত দল ২৫ লাখ টাকার দুধের গরু চুরি করে নিয়ে গেছে। ঘটনার স্থান লাকসাম উপজেলার আজগরা ইউনিয়নের বড়বাম আল-জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম মাদরাসা ও এতিমখানায়। এই ঘটনার ফলে ছাত্র-শিক্ষক ও কেয়ারটেকারসহ মোট আটজন আহত হয়েছেন। রোববার (২ নভেম্বর) ওই মাদরাসায় গিয়ে এ তথ্য জানা যায়। শিক্ষকদের ও স্থানীয়দের মতে, এই খামারের অর্থ দিয়ে প্রতিষ্ঠানটি পরিচালিত হয়। তিন মাসের মধ্যে দুটি দফায় ডাকাতি হওয়ায় শিক্ষক এবং ছাত্রদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বড় গরুগুলোর লুটের ঘটনা ঘটেছে। খামারের একপাশ খালি হয়ে গেছে। বর্তমানে সেখানে ১১টি গরু আছে। খামারের সামনে পড়ে থাকা তুষের বস্তাগুলো দিয়ে গরু ভ্যানে তোলা হয়। এলাকাবাসী গরু উদ্ধারের পাশাপাশি ডাকাত দলের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। মামলার বাদী শিক্ষক ইমরান হোসাইন জানান, গত শুক্রবার ভোরে একদল ডাকাত দুটি পিকআপ গাড়ি নিয়ে এসে অস্ত্রের ভয়ে মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীদের জিম্মি করে। এ সময় শিক্ষকরা মারধর করে তাদের মোবাইল ফোনগুলোও ডাকাতদের কাছে নিয়ে যায়। এরপর তারা মাদরাসার পাশের গরুর খামারে ঢুকে কেয়ারটেকার উৎসব হোসেনকে বেঁধে একে একে পাঁচটি গরু পিকআপে তুলে নিয়ে যায়। এলাকাবাসী চিৎকার করলে ডাকাতরা পালিয়ে যায়। মাদরাসার প্রতিষ্ঠাতা শরীফুল আলম খন্দকার বলেন, এই গরুগুলো খামারের উপার্জনের অর্থ দিয়ে মাদরাসা পরিচালিত হয়। এছাড়া, তিন মাস আগে এই খামারে আরও সাতটি গরুর ডাকাতির ঘটনা ঘটেছে। লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজনীন সুলতানা বলেন, লুট হওয়া গরুগুলো উদ্ধার ও ডাকাতদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় মাদরাসা শিক্ষক ইমরান হোসাইন লাকসাম থানায় একটি মামলা দায়ের করেছেন।
প্রিন্ট























