, সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
নোটিশ :
সংবাদের বিষয়ে কিছু জানাতে ইমেইল করুন [email protected] ঠিকানায়

আওয়ামী লীগ-জাতীয় পার্টির ৯ নেতাকর্মী জেলহাজতে

নিউজ ডেস্ক
  • আপডেট সময় ০৯:১৬ পূর্বাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫
  • / ২০ বার পড়া হয়েছে

বরিশালে দুটি পৃথক রাজনৈতিক মামলায় আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নয় নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত। রোববার (২ নভেম্বর) বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের বিচারক (ভারপ্রাপ্ত) ইসরাত জাহান এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী কামরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। নয় জনের মধ্যে জাতীয় পার্টির (জাপা) নেতাদের বরিশাল নগরীতে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলার মামলায় কারাগারে পাঠানো হয়েছে। অন্যদিকে, বরিশালের হিজলা উপজেলায় বিএনপি কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় আওয়ামী লীগের পাঁচ নেতাকর্মীকে কারাগারে পাঠানো হয়। তবে বরিশাল মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক অধ্যক্ষ মহাসিনুল ইসলাম হাবুলের জামিন বহাল থাকছে। কারাগারে যাওয়া জাপা নেতাদের মধ্যে রয়েছেন- মোহাম্মদ জুম্মান, আক্তার হোসেন, রফিকুল ইসলাম ও নজরুল ইসলাম। আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে আছেন- শাহাবুদ্দিন পণ্ডিত, মোশারফ হোসেন তালুকদার, লিয়াকত কাজী, হুমায়ুন কবির ও ইলিয়াস মোল্লা। মামলার নথিপত্রে জানা গেছে, এই বছরের ৩১ মে বিকালে বরিশাল নগরীর সদর রোড এলাকার জাতীয় পার্টির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করে রাষ্ট্রবিরোধী স্লোগান দেয়ার অভিযোগ ওঠে। তখন গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা তাদের ‘রাষ্ট্র বিরোধী’ স্লোগান না দেওয়ার অনুরোধ জানায়। একপর্যায়ে দু’পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় এবং হামলার ঘটনাও ঘটে। এই ঘটনায় গণঅধিকার পরিষদ বরিশাল মহানগরের সহ-সভাপতি শফিকুল ইসলাম সাগর দুই থেকে আড়াই শতাধিক ব্যক্তিকে আসামি করে মামলা করেন। ওই মামলায় চার নেতাকে জেলহাজতে পাঠানো হয়। অন্যদিকে, চলতি বছরের ২২ জুলাই হিজলায় বিএনপির অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এই ঘটনায় হিজলা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহজালাল রাজিব বাদী হয়ে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। সেই মামলায় পাঁচ আওয়ামী লীগ নেতাকর্মীকে কারাগারে পাঠানো হয়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

আওয়ামী লীগ-জাতীয় পার্টির ৯ নেতাকর্মী জেলহাজতে

আপডেট সময় ০৯:১৬ পূর্বাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫

বরিশালে দুটি পৃথক রাজনৈতিক মামলায় আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নয় নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত। রোববার (২ নভেম্বর) বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের বিচারক (ভারপ্রাপ্ত) ইসরাত জাহান এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী কামরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। নয় জনের মধ্যে জাতীয় পার্টির (জাপা) নেতাদের বরিশাল নগরীতে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলার মামলায় কারাগারে পাঠানো হয়েছে। অন্যদিকে, বরিশালের হিজলা উপজেলায় বিএনপি কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় আওয়ামী লীগের পাঁচ নেতাকর্মীকে কারাগারে পাঠানো হয়। তবে বরিশাল মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক অধ্যক্ষ মহাসিনুল ইসলাম হাবুলের জামিন বহাল থাকছে। কারাগারে যাওয়া জাপা নেতাদের মধ্যে রয়েছেন- মোহাম্মদ জুম্মান, আক্তার হোসেন, রফিকুল ইসলাম ও নজরুল ইসলাম। আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে আছেন- শাহাবুদ্দিন পণ্ডিত, মোশারফ হোসেন তালুকদার, লিয়াকত কাজী, হুমায়ুন কবির ও ইলিয়াস মোল্লা। মামলার নথিপত্রে জানা গেছে, এই বছরের ৩১ মে বিকালে বরিশাল নগরীর সদর রোড এলাকার জাতীয় পার্টির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করে রাষ্ট্রবিরোধী স্লোগান দেয়ার অভিযোগ ওঠে। তখন গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা তাদের ‘রাষ্ট্র বিরোধী’ স্লোগান না দেওয়ার অনুরোধ জানায়। একপর্যায়ে দু’পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় এবং হামলার ঘটনাও ঘটে। এই ঘটনায় গণঅধিকার পরিষদ বরিশাল মহানগরের সহ-সভাপতি শফিকুল ইসলাম সাগর দুই থেকে আড়াই শতাধিক ব্যক্তিকে আসামি করে মামলা করেন। ওই মামলায় চার নেতাকে জেলহাজতে পাঠানো হয়। অন্যদিকে, চলতি বছরের ২২ জুলাই হিজলায় বিএনপির অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এই ঘটনায় হিজলা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহজালাল রাজিব বাদী হয়ে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। সেই মামলায় পাঁচ আওয়ামী লীগ নেতাকর্মীকে কারাগারে পাঠানো হয়।


প্রিন্ট