, সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
নোটিশ :
সংবাদের বিষয়ে কিছু জানাতে ইমেইল করুন [email protected] ঠিকানায়

কোস্টগার্ডের অভিযানে কলাপাড়ায় ৩৩ মন জাটকা জব্দ

নিউজ ডেস্ক
  • আপডেট সময় ০৮:২৩ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫
  • / ১৭ বার পড়া হয়েছে

পটুয়াখালীর কলাপাড়ায় কোস্টগার্ডের বিশেষ অভিযান চালিয়ে ঢাকা যাওয়ার দুটি বাস থেকে প্রায় ১৩০০ কেজি (৩৩ মন) জাটকা ইলিশ উদ্ধার করা হয়েছে। সোমবার (৩ নভেম্বর) ভোরের দিকে কোস্টগার্ড দক্ষিণ জোনের নিজামপুর স্টেশনের সদস্যরা এই অভিযান পরিচালনা করেন। কোস্টগার্ডের সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে নিজামপুরের কন্টিজেন্ট কমান্ডার এর নেতৃত্বে হাজিপুর টোল সংলগ্ন ব্রিজের কাছে অভিযান চালানো হয়। সেসময় কুয়াকাটা থেকে ছেড়ে আসা মোরল পরিবহন ও চাকলাদার পরিবহনের দুটি বাসে তল্লাশি চালিয়ে জাটকা ভর্তি ২৬টি ঝুড়ি জব্দ করা হয়। জব্দকৃত মাছের বাজার মূল্য প্রায় ৭ লাখ ৯২ হাজার টাকা। এরপর নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদীক ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত বাস দুটির চালকদের প্রত্যেককে ২ হাজার টাকা করে মোট ৪ হাজার টাকা জরিমানা করেন। পাশাপাশি ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। জব্দকৃত মাছগুলো উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে বিভিন্ন এতিমখানা, মাদরাসা ও দরিদ্র মানুষের মাঝে বিতরণ করা হয়। অভিযান চলাকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউসার হামিদ, মৎস্য বিভাগের কর্মকর্তা ও কোস্টগার্ডের সদস্যরা উপস্থিত ছিলেন। ইউএনও কাউসার হামিদ বলেন, ১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত জাটকা ধরা সম্পূর্ণ নিষিদ্ধ। ১০ ইঞ্চি বা ২৫ সেন্টিমিটার নিচের ইলিশকে জাটকা ধরা বলে গণ্য করা হয়। মৎস্য সংরক্ষণ আইন, ১৯৫০ এর ধারা ৪ ও ৫(১) অনুযায়ী এটি দণ্ডনীয় অপরাধ। এ ক্ষেত্রে সর্বোচ্চ ৫ লাখ টাকা জরিমানা বা ২ বছর কারাদণ্ড বা উভয় দণ্ডের বিধান রয়েছে। তিনি আরও জানান, জাটকা নিধন বন্ধে নিয়মিত অভিযান চালানো হবে।


প্রিন্ট
ট্যাগস

নিউজটি শেয়ার করুন

কোস্টগার্ডের অভিযানে কলাপাড়ায় ৩৩ মন জাটকা জব্দ

আপডেট সময় ০৮:২৩ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫

পটুয়াখালীর কলাপাড়ায় কোস্টগার্ডের বিশেষ অভিযান চালিয়ে ঢাকা যাওয়ার দুটি বাস থেকে প্রায় ১৩০০ কেজি (৩৩ মন) জাটকা ইলিশ উদ্ধার করা হয়েছে। সোমবার (৩ নভেম্বর) ভোরের দিকে কোস্টগার্ড দক্ষিণ জোনের নিজামপুর স্টেশনের সদস্যরা এই অভিযান পরিচালনা করেন। কোস্টগার্ডের সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে নিজামপুরের কন্টিজেন্ট কমান্ডার এর নেতৃত্বে হাজিপুর টোল সংলগ্ন ব্রিজের কাছে অভিযান চালানো হয়। সেসময় কুয়াকাটা থেকে ছেড়ে আসা মোরল পরিবহন ও চাকলাদার পরিবহনের দুটি বাসে তল্লাশি চালিয়ে জাটকা ভর্তি ২৬টি ঝুড়ি জব্দ করা হয়। জব্দকৃত মাছের বাজার মূল্য প্রায় ৭ লাখ ৯২ হাজার টাকা। এরপর নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদীক ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত বাস দুটির চালকদের প্রত্যেককে ২ হাজার টাকা করে মোট ৪ হাজার টাকা জরিমানা করেন। পাশাপাশি ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। জব্দকৃত মাছগুলো উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে বিভিন্ন এতিমখানা, মাদরাসা ও দরিদ্র মানুষের মাঝে বিতরণ করা হয়। অভিযান চলাকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউসার হামিদ, মৎস্য বিভাগের কর্মকর্তা ও কোস্টগার্ডের সদস্যরা উপস্থিত ছিলেন। ইউএনও কাউসার হামিদ বলেন, ১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত জাটকা ধরা সম্পূর্ণ নিষিদ্ধ। ১০ ইঞ্চি বা ২৫ সেন্টিমিটার নিচের ইলিশকে জাটকা ধরা বলে গণ্য করা হয়। মৎস্য সংরক্ষণ আইন, ১৯৫০ এর ধারা ৪ ও ৫(১) অনুযায়ী এটি দণ্ডনীয় অপরাধ। এ ক্ষেত্রে সর্বোচ্চ ৫ লাখ টাকা জরিমানা বা ২ বছর কারাদণ্ড বা উভয় দণ্ডের বিধান রয়েছে। তিনি আরও জানান, জাটকা নিধন বন্ধে নিয়মিত অভিযান চালানো হবে।


প্রিন্ট