খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে সুখবর দিলেন তথ্য উপদেষ্টা
ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ইউপি সদস্যের গলাকাটা মরদেহ উদ্ধার
শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা অন্তত ১৯৩
ইসরায়েলি প্রেসিডেন্টের কাছে ক্ষমা চাইলেন নেতানিয়াহু
হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে গেলেন তামিম ইকবাল
নোয়াখালীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া
মসজিদে বিয়ে ও সমালোচনা নিয়ে মুখ খুললেন শবনম ফারিয়া
দেশে বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম
ইসরায়েলি হামলার গাজায় নিহত ৭০ হাজারের বেশি
খাদ্য অধিদপ্তরের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস
বিএনপির সাইনবোর্ড সাঁটিয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ
- আপডেট সময় ০৪:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
- / ২১ বার পড়া হয়েছে
পিরোজপুরে বিএনপি কার্যালয়ের সাইনবোর্ড লাগানোর মাধ্যমে এক প্রবাসীর জমি দখলের অভিযোগ উঠেছে স্থানীয় এক ওয়ার্ড বিএনপি নেতার বিরুদ্ধে। এই ঘটনা ঘটেছে সদর উপজেলার কলাখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে। অভিযোগ অনুসারে, স্কটল্যান্ডে বসবাসরত কাজী বাহাদুর ও তার স্ত্রী নুসরাত জাহান এক মাস আগে ওই এলাকায় ৪৩ শতক জমি কিনেছেন। সম্প্রতি স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান হাওলাদার সেই জমি নিজের বলে দাবি করে সেখানে ‘১ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়’ লেখা সাইনবোর্ড লাগান। এতে বাঁধা দিলে তিনি প্রবাসীর পরিবারের সদস্যদের হুমকি দেন বলে অভিযোগ ওঠে। ভুক্তভোগী কাজী বাহাদুর বলেন, তিনি জমিটি আইনানুযায়ী কিনেছেন। বিষয়টি ইউনিয়ন বিএনপির সভাপতি চাঁন সরদার ও সাধারণ সম্পাদক এনামুল হককে জানালেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তিনি সদর থানায়ও অভিযোগ করেছেন, কিন্তু এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। অভিযুক্ত সিদ্দিকুর রহমান হাওলাদার দাবি করেছেন, জমিটি তাদের পৈত্রিক সম্পত্তি এবং তিনি বিএনপির অনুমতি না নিয়ে সেখানে সাইনবোর্ড লাগিয়েছেন। তিনি বলেন, ‘এটা আমার বাবার কেনা জমি। দলীয় সাইনবোর্ড লাগানোর জন্য অনুমতি প্রয়োজন হয় না।’ তবে কলাখালী ইউনিয়ন বিএনপির নেতারা সিদ্দিকুর রহমানকে ‘ভূমিদস্যু’ বলে আখ্যায়িত করে বলেন, তিনি অনুমতি ছাড়াই সাইনবোর্ড লাগিয়েছেন। ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক জানান, বিষয়টি দলের পক্ষ থেকে তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান বলেন, ‘বিএনপির নামে সাইনবোর্ড লাগিয়ে ব্যক্তিগত স্বার্থ হাসিলের চেষ্টা অগ্রহণযোগ্য। এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।’ পিরোজপুর সদর থানার ওসি রবিউল ইসলাম জানান, অভিযুক্তকে জমির কাগজপত্র জমা দিতে বলা হয়েছে। জমি দখলের প্রমাণ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রিন্ট















